মনা নিজস্ব প্রতিনিধিঃ
চট্টগ্রাম জেলার কর্মরত পুলিশ সদস্যদের কল্যাণ ও কর্মপরিবেশ উন্নত করার লক্ষ্যে পুলিশ সুপার জনাব মোঃ সাইফুল ইসলাম সানতু বিপিএম-বার বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন। জেলার আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত প্রতিটি সদস্যের মনোবল বৃদ্ধি ও পেশাদারিত্ব নিশ্চিত করতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়।
নিয়মিত পরিদর্শনকালে পুলিশ সুপার থানাসমূহ, তদন্ত কেন্দ্র, ফাঁড়ি ও ক্যাম্পে কর্মরত সদস্যদের সাথে সরাসরি মতবিনিময় করেন এবং তাদের সমস্যাবলী শোনেন। পরবর্তীতে কল্যাণ সভায় এসব দাবি-দাওয়ার যথাযথ প্রতিফলন ঘটান।
সম্প্রতি জাফতনগর পুলিশ ক্যাম্প পরিদর্শনের সময় কর্মরত পুলিশ সদস্যরা দৈনন্দিন প্রয়োজনে একটি ফ্রিজের আবেদন করলে পুলিশ সুপার কল্যাণ সভায় তাদের জন্য একটি ফ্রিজ প্রদান করেন। একইভাবে, বাহারছড়া তদন্ত কেন্দ্রের সদস্যরা বিনোদনের জন্য টিভির আবেদন করলে কল্যাণ সভার মাধ্যমে প্রয়োজনীয় টিভি প্রদান করা হয়। এতে কর্মপরিবেশ আরও আরামদায়ক ও সহায়ক হয়ে ওঠে।
এছাড়া, কর্মক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ও শাখার সদস্যদের মধ্যে অর্থ, সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়। পাশাপাশি, ডিজিটাল পুলিশিং কার্যক্রম গতিশীল করতে ১০টি কম্পিউটার সরবরাহ করা হয়েছে।
পুলিশ সুপার জনাব মোঃ সাইফুল ইসলাম সানতু বিপিএম-বার বলেন, “আমাদের প্রত্যেক সদস্যই জেলার আইন-শৃঙ্খলা রক্ষার অগ্রদূত। তাদের কল্যাণ নিশ্চিত করা শুধুমাত্র মনোবল বৃদ্ধি করে না, বরং কর্মদক্ষতা ও পেশাদারিত্বকেও সমৃদ্ধ করে। আমরা প্রতিশ্রুতিবদ্ধ যে, জেলা পুলিশের প্রতিটি সদস্য নিরাপদ, আরামদায়ক ও সহায়ক কর্মপরিবেশে দায়িত্ব পালন করতে পারবেন।”