
এস এম ফেরদৌস হোসাইন
মাদারীপুর প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে
মাদারীপুর-২ (মাদারীপুর-রাজৈর) থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হিসেবে দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন মেরাজুল ইসলাম।
বুধবার (১৯ নভেম্বর) সন্ধায় এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে তিনি মনোনয়নপত্র জমা দেন।

মেরাজুল ইসলাম জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কমিটির সদস্য। তিনি দীর্ঘদিন যাবত রাজৈর উপজেলার বিভিন্ন প্রাইভেট শিক্ষা
প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া দীর্ঘদিন ধরে তিনি সমাজসেবা, শিক্ষা, সেচ্ছায় রক্তদানের মতো মানবিক কাজ ও ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত থেকে তরুনদের মধ্যে নেতৃত্ব ও নাগরিক সচেতনতার বার্তা ছড়িয়ে যাচ্ছেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় তিনি বলেন, রাজৈর আমার জন্মভূমি। এখানকার মানুষের স্বপ্ন ও সম্ভাবনাকে কেন্দ্র করে আমি কাজ করতে চাই। ন্যায় ও উন্নয়ন ও পরিবর্তনের রাজনীতি গড়তে এনসিপি আমার প্লাটফর্ম। এসময় এনসিপির স্থানীয় নেতারা ও সমর্থকরা তার সঙ্গে উপস্থিত ছিলেন।