জিল্লুর রহমান ষ্টাফ রিপোর্টার খুলনা: অজ্ঞাত মহিলার মরাদেহ উদ্ধার। স্থানীদের দাবি এটা স্বাভাবিক মৃত্যু নয় হত্যা।
২০ আগষ্ট রোজ বুধবার ভোরে খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার ৪নং সুরখালী ইউনিয়নের সুখদাড়া বাজার সংলগ্ন ঝপঝপিয়া নদীতে গলা বিহীন এক মহিলার মরা দেহ উদ্ধার করেছে পুলিশ। জানা যায়,স্থানীয় এক জেলের জালে এ মহিলার গলাকাটা মাথা বিহীন অজ্ঞাত আনুমানিক (৪০) এর মরাদেহ দেখতে পায় স্থানীয় লোকজন। তাৎক্ষণিক বটিয়াঘাটা থানা পুলিশকে রিপোর্ট লেখা পর্যন্ত লাশ ময়নাতদন্তের জন্য খুলনা প্রেরণ করার প্রস্তুতি চলছিল।