মনা যশোর প্রতিনিধিঃ
প্রেস রিলিজ
অদ্য ২০ আগস্ট ২০২৫ খ্রিঃ, বিকাল ১৬.৩৫ ঘটিকায় খুলনা জেলার বটিয়াঘাটা থানাধীন সুখদাড়া গ্রামস্থ ঝপঝপিয়া নদীতে বটিয়াঘাটা থানা পুলিশ একটি অজ্ঞাত নারীর মৃতদেহ উদ্ধার করেছে। মৃত দেহের মাথার অংশ না থাকায় প্রাথমিকভাবে পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি।মৃত দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য প্রেরণ করা হচ্ছে।ঘটনার বিষয়ে মামলা রুজু প্রক্রিয়াধীন আছে।
সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, কারো কোন পরিচিত নারী সদস্য নিখোঁজ থাকলে নিম্মোক্ত নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা গেল এবং ফেসবুক পোস্টটি সকলকে শেয়ার করার অনুরোধ রইল।
ওসি(বটিয়াঘাটা থানা)- 01320140363
তদন্ত(বটিয়াঘাটা থানা)- 01320140364
ডিউটি অফিসার- 01320140368