মনা নিজস্ব প্রতিনিধিঃ
অদ্য ১৪/০৮/২০২৫ খ্রিঃ তারিখে
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কাশিমপুর থানার উদ্যোগে “ওপেন হাউস ডে-২০২৫” অংশীজনদের সাথে মুক্ত আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ জাহিদুল হাসান বিপিএম (সেবা), অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ), গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।
সভায় সভাপতিত্ব করেন জনাব মোঃ রবিউল হাসান, উপ-পুলিশ কমিশনার (অপরাধ উওর বিভাগ), গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি এবং সমাজ থেকে এই মরণনেশা নির্মূলে পুলিশের পাশাপাশি জনসাধারণের সক্রিয় সহযোগিতা একান্ত প্রয়োজন। একই সঙ্গে তিনি চুরি, ছিনতাই ও অন্যান্য অপরাধ দমনে এলাকাবাসীকে সচেতন থাকার আহ্বান জানান এবং পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য অনুরোধ জানান।
উক্ত আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন কাশিমপুর থানা এলাকার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিশিষ্ট শিক্ষাবিদ, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।