1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
চারঘাট-বাঘা আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী নেতাদের দলীয় ও সাংগঠনিক তৎপরতা যারা - নব দিগন্ত ২৪
শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০৪:২৫ অপরাহ্ন
সর্বশেষ :
চট্টগ্রাম সিএমপি’র কোতোয়ালী থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত ১জন আসামী গ্রেফতার চট্টগ্রাম সিএমপি’র কোতোয়ালী থানা পুলিশের অভিযানে মাদক মামলায় সাজাপ্রাপ্ত ১জন আসামী আটক সলঙ্গায় জাতীয়তাবাদী পল্লী চিকিৎসকদের বিজয় দিবস পালন সলঙ্গায় জর্দা কারখানায় ভ্রাম্যমাণ অভিযান : ৮০ হাজার টাকা জরিমানা সিএমপি’তে খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন এবং ইংরেজি নববর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত এনসিপি নেত্রী রুমীর হাজারীবাগে ছাত্রী হোস্টেল থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার রাজবাড়ীর কালুখালি উপজেলায় সেনা পাবলিক স্কুল এন্ড কলেজের ভিত্তি প্রস্থর স্থাপন খুলনা জেলা পুলিশ লাইন্স মাঠে রেঞ্জ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫ এর প্রথম ম্যাচে যশোর জেলা পুলিশের দুর্দান্ত জয় চট্টগ্রাম সিএমপি’র কোতোয়ালী থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামী আটক-১ মহান বিজয় দিবস-২০২৫ উপলক্ষে খুলনায় বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্য (অবঃ) ও শহিদ পরিবারের সদস্যগণের সংবর্ধনা অনুষ্ঠান

চারঘাট-বাঘা আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী নেতাদের দলীয় ও সাংগঠনিক তৎপরতা যারা

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১২৩ বার পড়া হয়েছে

মোস্তাফিজুর রহমান, বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ

রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে আগামী নির্বাচনের হাওয়া বইছে। এ আসনটিতে বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা মাঠে নেমেছেন। বিএনপির সম্ভাব্য প্রার্থীদের প্রত্যেকের দলীয় বিভিন্ন পর্যায়ে পদ-পদবী আছে। তবে ৫ আগস্ট পদ পরিবর্তনের পর এসব প্রার্থীরা তৃণমূলের মানুষদের কাছে ছুটতে শুরু করেছেন। নেতাকর্মীদের সংগঠিত করে এলাকায় নিজেদের অবস্থানকে শক্ত করার চেষ্টা করছেন। মূলত আগামী নির্বাচনকে ঘিরেই বিএনপির মনোনয়ন প্রত্যাশী এসব নেতাদের দলীয় ও সাংগঠনিক তৎপরতা বেড়েছে।

বিএনপির নেতাকর্মীরা বলেন, চারঘাট-বাঘার আসনটিতে ৬৫ শতাংশ ভোট বিএনপির। নিজ দলের কর্মী সমর্থকদের প্রতিহিংসার রাজনীতিতে মিথ্যা তথ্য বা প্রোপাগান্ড চালিয়ে দলের ভাবমূর্তি ক্ষুন্ন করা যাবে না। এতে সাধারণ মানুষের কাছে ভুল ম্যাসেজ যায়। অপর দিকে বিরোধীরা এতে সুযোগ নেয়। আমরা দীর্ঘ ১৭ বছর লড়াই করেছি। তারপর যদি মনে করি আমাদের লড়াই শেষ হয়ে গেছে তাহলে ভুল করবো। এখন একটা ভাসমান অবস্থায় আছি। যেকোনো মুহূর্তে ফ্যাসিবাদীরা তার সুযোগ গ্রহণ করতে পারে। ইতোমধ্যে চক্রান্তও শুরু করেছেন তারা। সেই চক্রান্ত প্রতিরোধ করাই আমাদের কাজ।’ ফ্যাসিবাদের দোসরা সুযোগ সন্ধানী ব্যক্তিবর্গের প্রশ্রয়ে নানা অপকর্মে জড়িয়ে বিএনপির ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে। এব্যাপারে সর্বোচ্চ সর্তকতা অবলম্বন করতে হবে। ‘বিএনপি ১৭ বছর ধরে লড়াই করে একটা ভিত্তি তৈরি করেছে। জেল জুলুম সহ্য করেই এখন অবদি টিকে আছে। এসব মাথায় রেখে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। 

সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর অত্যাচার যেটি অপরাজনীতি করার একটি চক্র সক্রিয় হয়েছে। তাদেঁর ব্যাপারে সর্বোচ্চ সর্তকতা অবলম্বন করতে হবে। আমরা তাঁদের নিরাপত্তায় নিয়োজিত ছিলাম। আগামীতেও তাঁদের নিরাপত্তাসহ সকল প্রকার অপতৎপরতা বদ্ধে মাঠে থাকবো ইনশাআল্লাহ। সংখ্যালঘুদের উপাসনালয়, মন্দির, গির্জা পাহারা দিয়েছি। এখন তাঁদের নিয়ে একটি চক্র অপরাজনীতির খেলায় মেতেছে। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ভালোবাসা দিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার চেষ্টায় আমাদের মাঠে কাজ করতে হবে। এই কাজ করতে গিয়ে সুবিধাবাদী ফ্যাসিবাদের দোসররা মিথ্যা প্রোপাগান্ডও ছাড়াচ্ছে। আমরা এতে উদ্বিগ্ন নই। ক্ষমতার পরিবর্তন মানে শুধুই রাষ্ট্রক্ষমতার হাতবদল নয়। ক্ষমতার পরিবর্তন মানে রাষ্ট্র এবং রাজনীতির গুণগত পরিবর্তন। তাই প্রতিটি রাজনৈতিক নেতাকর্মীর মনে রাখা প্রয়োজন, রাজনীতির গুণগত পরিবর্তনের জন্য নেতাকর্মীদের আচার-আচরণেও গুণগত পরিবর্তন জরুরি।

রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ বলেন, আন্দোলন-সংগ্রাম করতে গিয়ে আমি সব হারিয়েছি। আমার বিরুদ্ধে অনেক মামলা হয়েছে। জেল-জুলুম, নির্যাতন করে আমাকে দমাতে পারেনি স্বৈরাচারী সরকার। আমি জেলে থাকা অশস্থায় মারা গেছেন আমার মা ও স্ত্রী। আমি জেলা বিএনপির দায়িত্ব নেওয়ার পর নেতাকর্মীরা সংগঠিত হয়েছে। দল আমাকে প্রার্থী করলে ভোটে বিজয়ী হব।

বাঘা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও রাজশাহী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি নুরুজ্জামান খাঁন মানিক বলেন, আমি আগের নির্বাচনে দলের মনোনয়ন পেয়ে ছিলাম,আগামী নির্বাচনেও দলের মনোনয়ন চাইবো। দলের মনোনয়ন পেলে ভোটে বিজয়ী হবো। এ লক্ষ্যে এলাকার দলীয় নেতাকর্মীদের সঙ্গে তিনি যোগাযোগও বাড়িয়েছেন। এলাকার বিভিন্ন দলীয় ও সামাজিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন। নুরুজ্জামান খাঁন মানিকের বাড়ি বাঘা উপজেলায়। 

রাজশাহী জেলা যুবদলের সাবেক আহ্বায়ক আনোয়ার হোসেন উজ্জ্বল চারঘাট-বাঘা এলাকায় গণসংযোগ শুরু করেছেন। উজ্জ্বল রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক ছিলেন। তিনি জানান, এ আসনে দলের মনোনয়ন চাইবেন। এ লক্ষ্যে দীর্ঘদিন মাঠে কাজ করছেন। উজ্জ্বল আরও বলেন, শত প্রতিকূল পরিবেশেও সব সময় নির্যাতিত নেতাকর্মীদের পাশে ছিলাম ও আছি। আমি চারঘাটের সন্তান। আমার প্রতি এলাকার নেতাকর্মীদের বিপুল সমর্থন আছে। তারা আমাকে ভালোবাসেন। দল আমাকে প্রার্থী করলে ভোটে বিজয়ী হবো।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মালয়েশিয়া মালাক্কা শাখার সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বিলাত বলেন, এলাকায় গণসংযোগ শুরু করেছি, আমি বাঘা উপজেলারই সন্তান। আমার প্রতি এলাকার নেতাকর্মীদের অনেক সমর্থন আছে। তারা আমাকে ভালোবাসেন। রাজনৈতিক প্রতিহিংসায় দলীয় নেতা কর্মীদের বলিরপাঠা বানিয়ে ফাঁয়দা হাসিল করতে গিয়ে দলসহ সবাইকে বিপদে ফেলবেন না। প্রতিহিংসার রাজনীতি নয়, দলীয় ঐক্য গড়ে তুলুন। চাঁদাবাজি, দখলদারত্বসহ সকল অপকর্ম বন্ধ করতে হবে। সাধারণ মানুষের আস্থা অর্জনে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে। অপকর্মকারীদের কোনো দলীয় পরিচয় হয় না। দলের পরিচয়ে অপকর্ম করলে তাঁদের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে হবে। বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে এ আসনে দলের মনোনয়ন চাইবো, দল আমাকে প্রার্থী করলে বিপুল ভোটে বিজয়ী হবো ইনশাআল্লাহ।

  

বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য দেবাশীষ রায় মধু। এর আগে একাধিকবার তিনি এ আসনে মনোনয়ন চেয়েছিলেন।। রাজশাহী-৬ আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশায় নেতাকর্মী ও এলাকাবাসীর সঙ্গে নতুন করে যোগাযোগ শুরু করেছেন। দল আমাকে প্রার্থী করলে ভোটে বিজয়ী হবো। 

সবাই এলাকায় বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে নিজেদের অবস্থান জানান দেওয়ার চেষ্টা করছেন। 

চারঘাট ও বাঘা উপজেলা নিয়ে গঠিত রাজশাহী-৬ আসন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট