মনা নিজস্ব প্রতিনিধিঃ
ঘটনার বিবরণঃ গত ১১/০৮/২০২৫ ইং তারিখে দোহার থানা পুলিশের একটি দল রাত অনুমান ০৩.১৫ ঘটিকার সময় কলেজ মোড়ে অবস্থান কালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, দোহার থানাধীন ইসলামপুর খালপাড়ে একটি ডাকাতদল একটি ট্রাকসহ দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হইয়া ডাকাতি করার উদ্দেশ্যে সমবেত হয়েছে। উক্ত সংবাদের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ রাত অনুমান ০৩.৩৫ ঘটিকার সময় ইসলামপুর খালপাড় পৌছাইলে পুলিশের উপস্থিতির টের পেয়ে ডাকাতদল উক্ত ট্রাক নিয়ে পালানোর সময় জনৈক ফারুকের বাড়ীর মোড়ে পাঁকা রাস্তার ডান পাশে একটি মেহেগনি গাছের সাথে ট্রাকটি আটকে যায়। সেসময় ডাকাতদল পালানোর চেষ্টা করলে দোহার থানা পুলিশ ৪ জন ডাকাতকে হাতে নাতে গ্রেফতার করেন এবং তাদের নিকট থেকে ডাকাতির মালামাল উদ্ধার ও জব্দ করেন। ধৃত ডাকাতদের নাম ও ঠিকানা:
১। আব্দুর রহমান (৩৮), পিতা-মৃত আবু তাহের মাতা আনোয়ারা বেগম সাং-সুসংদা, থানা-মুরাদনগর, জেলা-কুমিল্লা, এ/পি-দক্ষিণ শ্যামপুর হেমায়েত পুর থানা-সাভার জেলা-ঢাকা, ২। শাহীন মন্ডল (২৮), পিতা-সাহেব আলী মন্ডল, মাতা-জহুরা বেগম, সাং-ছায়েভাঙ্গা, থানা-শৈলকুপা, জেলা-ঝিনাইদহ, ৩। নজরুল (৪৩), পিতা-মৃত শাহাব উদ্দিন, মাতা-মৃত পুন্টরী, সাং-বেরুলী, থানা-বালিয়াকান্দি, জেলা-রাজবাড়ী, এ/পি-রাজপল্লী দরবার শরীফ, হেমায়েতপুর, থানা-সাভার, জেলা-ঢাকা, ৪। রাকিবুল ইসলাম (২৮), পিতা-মৃত রহিম ফকির, মাতা-ফাতেমা বেগম, সাং-চর লটাখোলা, থানা-দোহার, জেলা-ঢাকা
উদ্ধারকৃত মালামাল:
১। ০১ টি নীল রঙের ট্রাক, ২। ০১টি প্লাস্টিকের হাতল যুক্ত আকাশি রংয়ের কাটার, ৩। ০১টি লোহার পাইপ যুক্ত দেশীয় চাইনিজ কুড়াল, ৪। ০১টি দা, ৫। ০১টি লোহার রড, ৬। ০৩ টি পাটের রশি, যার প্রতিটির লম্বা অনুমান ২০ হাত ।
উপরোক্ত ডাকাতদের বিরুদ্ধে দোহার থানার মামলা নং-০৭,তাং-১১/০৮/২০২৫ খ্রিঃ ধারা-৩৯৯/৪০২, পেনাল কোড-১৮৬০ রুজু করা হয় এবং বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। পরবর্তীতে ধৃত ডাকাতদের দেয়া তথ্য অনুযায়ী গতকাল ১৫/০৮/২০২৫ ইং তারিখে অভিযান পরিচালনা করে ডাকাত দলের সর্দার শেখ রমজান ওরফে কালো রওফে কালা (৩৮) ও লালন ফকির ওরফে লাল মিয়া (৩৬) দের গ্রেফতার করা হয়েছে।
ধৃত ডাকাতদের নাম ও ঠিকানা:
১। শেখ রমজান ওরফে কালা (৩৮), পিতা-মৃত বোরহান শেখ, সাং-পুষ্পখালী, থানা-দোহার স্থায়ী ঠিকানা: তালতলা, কোতোয়ালি থানা, ফরিদপুর ২ ।লালন ফকির ওরফে লাল মিয়া (৩৬), পিতা-মৃত ফালান বেপারী ওরফে ফালু ,সাং-মেলেং, থানা-নবাবগঞ্জ, জেলা-ঢাকা ।
উল্লেখ্য, থানার রেকর্ড পর্যালোচনায় দেখা যায়, ডাকাত সর্দার শেখ রমজান ওরফে কালা (৩৮) একজন দুধর্ষ ডাকাত। দেশের বিভিন্ন থানায় তার নামে ১১ টি ডাকাতি মামলা রয়েছে। এছাড়া গ্রেফতারকৃত অপর ডাকাত লালন ফকির ওরফে লালমিয়ার নামে ৩ টি মামলা রয়েছে। ধৃত ডাকাতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে ।