মনা নিজস্ব প্রতিনিধিঃ
সোনারগাঁও থানায় কর্মরত সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মোঃ শরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ ২১/০৯/২০২৫ খ্রিঃ রাত অনুমান ১৯:৪৫ ঘটিকার সময় সোনারগাঁ থানাধীন আষারিয়ারচর সাকিনস্থ মেঘনা টোল প্লাজা সংলগ্ন পুলিশ চেকপোস্টের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনের উপর অবস্থান করে সন্দেহভাজন বিভিন্ন গাড়ী তল্লাশী করাকালে কুমিল্লার দিক হতে একটি “সেন্টমার্টিন পরিবহন” নামীয় যাত্রীবাহী বাস, যার রেজিঃ নং- রাজবাড়ি-ব-১১-০০২৫ ঘটনাস্থলে আসলে তাকে সংকেত দিয়ে থামালে গাড়ী হতে একজন পুরুষ নেমে দ্রুত পালানোর চেষ্টা কালে সংগীয় ফোর্সের সহায়তায় আটক করেন। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে তার নাম-ঠিকানা ১। প্রসেনজিৎ (২০), পিতা- মৃত উজ্জল কর্মকার, স্থায়ী ঠিকানা- গ্রাম- চরপাক শ্যামপুর, থানা-শিবগঞ্জ, জেলা- চাঁপাইনবাবগঞ্জ বলে প্রকাশ করে। অতঃপর আসামির হেফাজতে থেকে ০৩ কেজি গাঁজা উদ্ধারপূবর্ক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। আসামির বিরুদ্ধে নিজ হেফাজতে উক্ত মাদকদ্রব্য রাখায় সোনারগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে তাকে অদ্য বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।