বেনাপোল পোর্ট থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে
মনা যশোর প্রতিনিধিঃ
ইং ০৭/০৩/২০২৫খ্রিঃ দুপুর ১৩.৪০ ঘটিকায় বেনাপোল পোর্ট থানার এসআই (নিঃ)/ মোঃ রাশেদুজ্জামান এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স অত্র থানাধীন নারায়নপুর (নতুনপাড়া) সাকিনস্থ ভান্ডারীর মোড় নামক স্থানে অভিযান পরিচালনা করে ১(এক) কেজি গাঁজা সহ আসামি মোঃ রাসেল মিয়া (৩৫), পিতা- মশিয়ার রহমান, সাং- বোয়ালিয়া (পশ্চিমপাড়া),থানা- বেনাপোল পোর্ট, জেলা- যশোর কে গ্রেফতার করেছেন।
এসময় অপর পলাতক আসামি বাবু (৩৮), পিতা- মৃত ইয়াকুব আলী, সাং- বোয়ালিয়া (পশ্চিমপাড়া), থানা- বেনাপোল পোর্ট, জেলা- যশোর পুলিশের উপস্থিতি আগে থেকেই টের পেয়ে কৌশলে দৌড়ে পালিয়ে যায়।
ধৃত আসামি ও পলাতক আসামির বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানার মামলা নং- ৩, তারিখ- ০৭/০৩/২০২৫ খ্রিঃ,ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৯(ক)/ ৪১ রুজু করা হয়েছে এবং আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।