1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
পুলিশ পরিচয়ে কখনো চেকপোস্ট, কখনো ডিবি পরিচয়ে তদন্তের মাধ্যমে প্রতারণা ও অর্থ আত্মসাৎ, চক্রের সক্রিয় ২ সদস্যকে গ্ৰেফতার করেছে যশোর ডিবি পুলিশ - নব দিগন্ত ২৪
মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ১০:৩৩ অপরাহ্ন
সর্বশেষ :
নারায়ণগঞ্জ জেলায় পুলিশ লাইন্স মাঠে নারায়ণগঞ্জ জেলার ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, জুন- ২০২৫ খ্রি. এর দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন। ঠাকুরগাঁওয়ে জেলা বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি। নারায়ণগঞ্জ সোনারগাঁও থানা পুলিশ কর্তৃক আষাড়িয়ারচর সাকিনস্থ মেঘনা টোলপ্লাজা সংলগ্ন পুলিশ চেকপোস্টের সামনে তল্লাশির সময় পুলিশ কর্তৃক ১৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক-২ ৩৬ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১০ পুড়িয়া হেরোইনসহ ৩ জনকে আটক করেছে ঢাকা জেলা দোহার থানা পুলিশ নারায়ণগঞ্জ জেলার পুলিশ লাইন্স মাঠে অত্র জেলার ‘ট্রেইনি রিক্রুট কনস্টেবল’ (টিআরসি) পদে নিয়োগ, জুন- ২০২৫ খ্রিঃ এর তৃতীয় দিনের কার্যক্রম সম্পন্ন সিএমপি’র পাঁচলাইশ মডেল থানার পুলিশের অভিযানে ৫০ লক্ষাধিক টাকার অবৈধ ও ভেজাল যৌন উত্তেজক ঔষধসহ ২ জন গ্রেফতার বিশ্ব আলোকচিত্র দিবসে বগুড়ায় ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের বর্ণাঢ্য শোভাযাত্রা ডিমলায় ভূমি ডিয়ারা রেকর্ড বহালের দাবিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ কর্তৃক শিমরাইল সাকিনস্থ কাঁচপুর ব্রীজের নিচে পাঁকা রাস্তার উপর অভিযানে ১১০ পুরিয়া হেরোইন সহ ১ জন মাদক কারবারি গ্রেফতার সিএমপি’র দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সম্মেলন কক্ষে পূর্বঘোষিত ‘ওপেন হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশী

পুলিশ পরিচয়ে কখনো চেকপোস্ট, কখনো ডিবি পরিচয়ে তদন্তের মাধ্যমে প্রতারণা ও অর্থ আত্মসাৎ, চক্রের সক্রিয় ২ সদস্যকে গ্ৰেফতার করেছে যশোর ডিবি পুলিশ

উৎসবের আলো
  • প্রকাশিত: বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ১৮ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ ফিরোজ হোসেন নামের এক ব্যক্তি তার শ্বশুর বাড়ির সাথে পারিবারিক দ্বন্দ্বের জেরে গত ৬ জুন কোতয়ালী মডেল থানায় অভিযোগ দিতে যায়।

সে অভিযোগটি পাশে অবস্থিত কম্পিউটারের দোকান থেকে লিখে থানায় জমা দিতে যাওয়ার পথে অজ্ঞাতনামা একব্যক্তি নিজেকে ডিবি পরিচয় দিয়ে অভিযোগটি পত্রটি নিয়ে নেয়।

একপর্যায়ে সে বলে অভিযোগে উল্লেখিত ব্যক্তিদের (শ্বশুর, শ্বাশুড়ি ও বউ) বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, এব্যাপারে থানায় কোন অভিযোগ দেওয়া লাগবেনা আমরা ডিবি পুলিশ বিষয়টি গুরুত্বসহকারে দেখবো এবং ব্যবস্থা নিব।

পরবর্তীতে অজ্ঞাতনামা ব্যক্তি আরেক জনকে নিয়ে চুড়ামনকাটি ফিরোজ হোসেনের শ্বশুর বাড়িতে তদন্তে যায় এবং নিজেদের ডিবি পরিচয় দেয়।

একপর্যায়ে তারা বলে আপনার জামাই আপনাদের নামে আমাদের কাছে অভিযোগ দিয়েছে এবং আপনাদের গ্রেফতারে বিশ হাজার টাকাও দিয়েছে।

তবে আমাদের কাছে মনে হচ্ছে ফিরোজ আপনাদের নামে মিথ্যা অভিযোগ করেছে, আপনারা চাইলে ফিরোজের নামে অভিযোগ দিতে পারেন। আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিব।এই বলে তারা চলে যাওয়ার সময় খরচ বাবদ নগদ এক হাজার টাকাও নিয়ে যায়।

ঘটনার একপর্যায়ে ডিবি পুলিশ পরিচয় দেওয়া ব্যক্তিরা ফিরোজের শ্বশুরকে একাধিকবার ফোন দেয় এবং তার জামাইকে গ্রেফতার ও অন্যান্য প্রলোভন দেখাতে থাকে।

তাদের কথাবার্তা ও আচরণে সন্দেহ মনে হলে সে বিষয়টি জেলা পুলিশকে অবহিত করলে সম্মানিত পুলিশ সুপার মহোদয় ঘটনার রহস্য উদঘাটন সহ প্রতারণার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতারে জেলা গোয়েন্দা শাখা(ডিবি), যশোরকে নির্দেশনা প্রদান করেন।

পরবর্তীতে ডিবি’র অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই(নিঃ)/ অলক কুমার দে, পিপিএম, এএসআই(নিঃ)/ শামসুজ্জামান ও সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে ডিবির একটি টিম ভুয়া ডিবি পুলিশ পরিচয় দেওয়া চক্রটিকে সনাক্ত এবং গ্রেফতার অভিযান পরিচালনা করে গোপন তথ্যের ভিত্তিতে আজ ৯জুন ২০২৫খ্রিঃ রাত দেড় টার দিকে কোতয়ালী মডেল থানাধীন পাঁচ বাড়িয়া নতুন উপশহর এলাকা হতে মোহাম্মদ রবিউল ইসলাম রনি(৩২) কে গ্রেফতার করে।

তাকে জিজ্ঞাসাবাদে জড়িত অপর ব্যক্তির নাম প্রকাশ করে এবং তার দেওয়া তথ্যমতে আসামি শফিকুলকে একই এলাকা হতে গ্রেফতার করে ডিবি পুলিশ।

একপর্যায়ে তাদের দুজনকে ব্যাপক জিজ্ঞাসাবাদে তারা ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণার কথা স্বীকার করে এবং একই সাথে অপর একটি চাঞ্চল্যকর ঘটনার রহস্য উন্মোচন হয়।

গত ইং ০৫/০৭/২০২৫খ্রিঃ কোতয়ালী থানাধীন আড়পাড়া এলাকায় গ্রেফতারকৃত রনি ও রায়হান নামের অপর ব্যক্তি পুলিশ পরিচয়ে রাস্তায় চেকপোস্ট বসিয়ে চলাচলরত বিভিন্ন যানবাহন তল্লাশিকালে এলাকাবাসী আটক করে এবং পুলিশে খবর দেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই রনি কৌশলে পালিয়ে যায়। এঘটনায় অপর আসামি রায়হায়কে পুলিশ গ্রেফতার করে এবং তার হেফাজত হতে চাকু, ইজিবাইক ও মোটরসাইকেল উদ্ধার পূর্বক জব্দ করে।

এসংক্রান্তে থানায় মামলা রুজু হয়েছে এবং গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্ৰেফতারকৃত আসামিদের নাম ও ঠিকানাঃ
১। মোঃ রবিউল ইসলাম রনি(৩২), পিতা- মোঃ সুজা উদ্দিন, সাং- পাঁচবাড়িয়া, থানা- কোতয়ালী, জেলা- যশোর,

২। মোঃ শফিকুল ইসলাম(৩৪), পিতা- মোঃ আব্দুর রব, সাং- পাঁচবাড়িয়া, থানা-কোতয়ালী, জেলা- যশোর।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট