1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Mubinul Islam : Mubinul Islam
বগুড়ায় সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন - নব দিগন্ত ২৪
রবিবার, ০৪ মে ২০২৫, ১০:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
খুলনার কয়রায় লবণ পানির বিরদ্ধে মানববন্ধন যশোর বেনাপোল ধান্যখোলা জেলেপাড়া ধান ক্ষেতের মধ্যে থেকে একটি দেশি পিস্তলসহ সাত রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি রাত ১টার মধ্যে ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস কয়রা থানা পুলিশের অভিযানে ১ জু’য়ার এ’জে’ন্ট আ’ট’ক যশোর ঝিকরগাছা শিক্ষকের মারধরে ৫ম শ্রেণির ছাত্রী মুন্নি খাতুন হাসপাতালে -তদন্তকমিটি গঠন রানীশংকৈলে কাতিহার হাট অতিরিক্ত টোল বাতিলের দাবিতে মানববন্ধন যশোর শার্শায় চাচীকে হত্যার হুমকি দেখিয়ে দীর্ঘ দেড় বছর ধরে অনৈতিক কাজ করতে গিয়ে ধরা খেলেন ভাতিজা বগুড়ায় সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন বাউফলে নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার বগুড়া ডিএসএ কাপ টি-টুয়েন্টি ক্রিকেটের সেমিফাইনালে এ জেড স্পোর্টিং ক্লাব

বগুড়ায় সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

আতিকুর রহমান
  • প্রকাশিত: রবিবার, ৪ মে, ২০২৫
  • ২ বার পড়া হয়েছে

আতিকুর রহমান,, স্টাফ রিপোর্টার :

দৈনিক ভোরের ডাক পত্রিকার জেলা সংবাদদাতা ও জাতীয় অনলাইন প্রেসক্লাব বগুড়া জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাংবাদিক নজরুল ইসলাম দয়ার উপর বর্বরোচিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে শনিবার দুপুরে বগুড়ার প্রাণকেন্দ্র সাতমাথায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। এতে মানববন্ধন কর্মসূচিতে বগুড়া জেলা জাতীয় অনলাইন প্রেসক্লাবের সভাপতি মাকসুদ আলম হাওলাদারের সভাপতিত্বে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও দৈনিক ইনকিলাব পত্রিকার বগুড়া ব্যুরো প্রধান মহসিন আলী রাজু। এছাড়াও বগুড়া জেলা জাতীয় অনলাইন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মতিনের সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন,সাংবাদিক ওয়াসিম রেজা,নব কুমার সূর্য্য,এমদাদুল হক(রনি),ববিন রহমান,এসএম দৌলত। নন্দীগ্রাম অনলাইন প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি রাসেল মাহমুদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তানসেন আলী মন্টু। সারিয়াকান্দি অনলাইন প্রেসক্লাবের সভাপতি রহিদুর রহমান মিলন, শাহজাহানপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি শিপলু রহমান। শিবগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি। সাংবাদিক শাহিন আলম, সাদিকুর রহমান,আরিফ, হাফসা পারভিন, মোরশেদুল ইসলাম রবি, শাহজাহান আলী, আনোয়ার হোসেন, সাজু মিয়া,শেখর চন্দ্র টুটুল,মিজানুর রহমান,বাকী বিল্লাহ, উৎপল কুমার মোহন্ত, রুহুল আমিন,সোহাগ আলী, হেদায়েতুল ইসলাম লিটন, আবু হাসান হাবীবসহ বগুড়া জেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দরা। মানববন্ধন থেকে বক্তারা বলেন, যে সাংবাদিক নজরুল ইসলাম দয়ার উপর সন্ত্রাসী হামলা স্বাধীন ও মুক্ত গণমাধ্যম চর্চায় বড় বাঁধা। পাশাপাশি অনতিবিলম্বে সাংবাদিক নজরুল ইসলাম দয়ার উপর হামলাকারী সন্ত্রাসীদের দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে এসে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানানো হয়। উল্লেখ্য গত বুধবার রাত সাড়ে নয়টার দিকে সাংবাদিক নজরুল ইসলাম দয়ার ওপর নন্দীগ্রাম বাসস্ট্যান্ডের ফিলিং স্টেশন এলাকায় বর্বর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে,পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে নন্দীগ্রাম উপজেলার বিজরুল স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে রাতেই বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট