
মনা যশোর জেলা প্রতিনিধিঃ
যশোরের সীমান্তে চৌগাছা এলাকার মাসিলা বিওপি সংলগ্ন হাওরের পানিতে এক যুবকের লাশ ভাসমান অবস্থায় উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার সকালের দিকে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর টহল দল হাওরে ভাসতে থাকা লাশটি দেখতে পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। পরে পুলিশের সহায়তায় লাশটি উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে অজ্ঞাতনামা হিসেবে উদ্ধার হওয়া লাশের পরিচয় শনাক্ত হয় স্বজনদের মাধ্যমে। মৃতের নাম জিদনি, যশোর সদর উপজেলার রামনগর গ্রামের রবিউল ইসলামের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, বাবা-মায়ের বিচ্ছেদের পর তার মা ভারতে চলে যান। প্রায় ছয় বছর ধরে জিদনি মায়ের সঙ্গে ভারতে বসবাস করছিলেন। গত ১২ ডিসেম্বর থেকে তিনি নিখোঁজ ছিলেন।
স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বিজিবি ও পুলিশ লাশ উদ্ধার করেন। ঘটনাস্থলে উপস্থিত স্বজনরা লাশের পরিচয় নিশ্চিত করেন। নিহতের ফুপু মনিরা আক্তার তামান্না চৌগাছা থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন।
চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল করিম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানার জন্য তদন্ত চলছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।