মনা নিজস্ব প্রতিনিধিঃ
অভিযান-০১
জেলা গোয়েন্দা শাখা(ডিবি),যশোরের এসআই(নিঃ)/ মোঃ কামরুজ্জামান, এএসআই(নিঃ)/ রঞ্জন কুমার বসু, এএসআই(নিঃ)/ মোঃ শফিউল ইসলাম সংঙ্গীয় ফোর্সের সমন্বয়ে একটি টিম কোতয়ালী মডেল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা কালে ইং ০৯ জুলাই ২০২৫খ্রিঃ বেলা ১২.৩০ ঘটিকায় পালবাড়ি এলাকা হতে মোটরসাইকেল চোর চক্রের সক্রিয সদস্য মোঃ শহিদুল ইসলাম @ শহিদ(৪২) কে গ্রেফতার করে।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদ ও তার স্বীকারোক্তি মোতাবেক পার্শ্ববর্তী নড়াইল জেলার একাধিক স্থানে অভিযান পরিচালনা করে মোঃ হোসাইন(৩৮) , লিটন মিয়া(২৮), শফিকুল ইসলাম(৪০)’দের গ্রেফতার করে।
এরপর গ্ৰেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদ ও তাদের দেওয়া তথ্য মতে নড়াইল জেলার কালনা ঘাট এলাকা হতে আকাশ সরদার(২৭) এবং মোঃ শাকের(২২) দ্বয়কে গ্রেফতার করে। এসময় গ্ৰেফতারকৃত আসামী আকাশ সরকারে হেফাজত হতে একটি Apache মোটরসাইকেল উদ্ধার পূর্বক জব্দ করে ডিবি পুলিশ।
পরবর্তীতে আভিযানিক টিমটি গোপালগঞ্জ সদর থানাধীন সাতপাড়া নামক এলাকা হতে তিনটি মোটরসাইকেল উদ্ধার ও জব্দ করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় গ্ৰেফতারকৃত আসামিরা পেশাদার মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য। তারা বিভিন্ন এলাকায় চুরি সংগঠিত করে থাকে।
এসংক্রান্তে থানায় মামলা রুজু হয়েছে এবং আসামিদের বিজ্ঞ আদালতেসোপর্দ করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামির নাম ও ঠিকানাঃ
১। মোঃ হোসাইন(৩৮), পিতা-মোঃ গোলজার রহমান, সাং-আলফাপুর, থানা-নড়াইল, জেলা-নড়াইল,
২। মোঃ শাকের(২২), পিতা- মৃত বশির মোল্যা,
সাং-তিলছাড়া, থানা-কাশিয়ানী, জেলা-গোপলগঞ্জ,
৩। আকাশ সরদার(২৭), পিতা-আনন্দ সরদার, সাং-জিকাবাড়ি, থানা-কাশিয়ানী, জেলা-গোপলগঞ্জ,
৪। শফিকুল ইসলাম(৪০), পিতা-মৃত ওহাব শেখ, সাং-দেবী, থানা-লোহাগড়া, জেলা-নড়াইল,
৫। মোঃ শহিদুল ইসলাম @ শহিদ(৪২), পিতা-আব্দুল খালেক, সাং-নরেন্দ্রপুর, থানা-কোতয়ালী, জেলা-যশোর,
৬। লিটন মিয়া(২৮), পিতা-কুদ্দুস মোল্যা, সাং-মন্ডলগাতী, থানা-মোহাম্মদপুর, জেলা-মাগুরা
উদ্ধার-
১। একটি লাল রংয়ের Apache 160 সিসি মোটরসাইকেল, ইঞ্জিন নং-AE7AK2402880, চেসিস নং-PS637AE76K6L12944, রেজিঃ নম্বর বিহীন,
২। একটি লাল রংয়ের Discover 110 সিসি মোটরসাইকেল, ইঞ্জিন নং-JBZWED11115, চেসিস নং- MD2A14A29EWD85999, রেজিঃ নম্বর –ঢাকা মেট্রো-হ-৫১-১১১১,
৩। একটি লাল-কালো রংয়ের Discover 125 সিসি মোটরসাইকেল, ইঞ্জিন নং-JZYWJJ16194, চেসিস নং- MD2B44BY6JWJ94775, 125 wmwm, রেজিঃ নম্বর বিহীন,
৪। একটি লাল রংয়ের Apache 160 সিসি মোটরসাইকেল ইঞ্জিন নং- 634KE4X2A61169(Auo), চেসিস নং- OE4AJ2363087, , রেজিঃ নম্বর বিহীন।