মনা যশোর জেলা প্রতিনিধিঃ
অদ্য ০৮ অক্টোবর ২০২৫ তারিখে বিজিবি’র যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর টহলদল পাঁচপীরতলা বিওপি ও বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোষ্টের সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বিদেশী মদ, ভারতীয় ফেন্সিডিল, WINCEREX COUGH SYRUP, গোলমরিচ, কালোজিরা, ঔষধ এবং শাড়ী আটক করে। আটককৃত মালামালের মূল্য ৬,৬০,২০০/-(ছয় লক্ষ ষাট হাজার দুইশত) টাকা।