মোঃ মুবিনুল ইসলাম, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলা ও পৌর শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে রামগড় লেকপাড়ে উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মোঃ ঈসমাইল হোসেনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ শাহীন ও পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক রহিম বিশাল। সভায় স্বাগত বক্তব্য দেন পৌর মৎস্যজীবী দলের সভাপতি মোঃ সাদ্দাম হোসেন।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি হাফেজ আহম্মদ ভুঁইয়া এবং প্রধান বক্তা ছিলেন জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক মোঃ জয়নাল আবেদীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক সাফায়েত মোর্শেদ ভুঁইয়া, জেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব রিয়াজ উদ্দিন, পৌর বিএনপির সভাপতি মোঃ বাহার উদ্দিন ও সাধারণ সম্পাদক শেফায়েত উল্যাহ।
এছাড়াও বক্তব্য দেন উপজেলা বিএনপির সহ-সভাপতি নুরুল আমিন, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি সুজায়েত আলি সুজা, সহ-সভাপতি মোঃ মহিউদ্দিন হারুন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহ আলম বাদশা, যুগ্ম সম্পাদক মোঃ ইলিয়াস হোসেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ ইলিয়াস ও যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট করিম উল্লাহ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “মৎস্যজীবী দল সবচেয়ে অবহেলিত সংগঠন হলেও বিগত হাসিনা বিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই সংগঠনের ত্যাগী নেতাকর্মীরা মিথ্যা মামলায় দীর্ঘদিন কারাভোগ করেছেন এবং সাম্প্রতিক ছাত্র-জনতার আন্দোলনেও সক্রিয়ভাবে অংশ নিয়েছেন।” তিনি জোর দিয়ে বলেন, ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের দিয়েই উপজেলা ও পৌর ইউনিটের কমিটি গঠন করতে হবে। দলে কোনো দালাল, ভুঁইফোড় বা সুবিধাবাদীদের ঠাঁই দেয়া যাবে না। অবিলম্বে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, আগামী নির্বাচনে ২৯৮ নং আসনে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভুঁইয়াকে সংসদ সদস্য নির্বাচিত করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।
সভায় উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।