
মনা যশোর প্রতিনিধিঃ
শারদীয় দুর্গোৎসব-১৪৩২ উদযাপন উপলক্ষ্যে খুলনা জেলার বিভিন্ন পূজা মন্ডবের নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্যদের কেন্দ্রীয় ব্রিফিং প্যারেডে সভাপতিত্ব করেন জনাব টি, এম, মোশাররফ হোসেন, পুলিশ সুপার, খুলনা। পুলিশ লাইন্স, শিরোমনি, খুলনা ড্রিল শেডে অনুষ্ঠিত এ প্যারেডে উপস্থিত পুলিশ সদস্যদের আসন্ন শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তা নিশ্চিতকল্পে পুলিশ সুপার, খুলনা সর্বোচ্চ পেশাদারিত্ব প্রদর্শনের নির্দেশনা দেন একই সাথে প্রত্যেকের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।
পরবর্তীতে আজ ২৭ সেপ্টেম্বর ২০২৫ খ্রি. খুলনা জেলার সকল থানায় জেলা পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের উপস্থিতিতে শারদীয় দুর্গোৎসব-১৪৩২ এর দায়িত্বে নিয়োজিত সকল পুলিশ ও আনসার সদস্যদের ব্রিফিং অনুষ্ঠিত হয়।
ব্রিফিংয়ে প্রত্যেক থানা এলাকায় নিয়োজিত পুলিশ ও আনসার সদস্যদের দায়িত্ব উপর অর্পিত সরকারি দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের লক্ষ্যে দিক নির্দেশনা প্রদান করা হয় এবং সকলকে আন্তরিকতা ও দক্ষতার সাথে নিরাপত্তা নিশ্চিতের জন্য বলা হয়।