
মোঃ নাজমুল শেখ, মাদারীপুর জেলা প্রতিনিধি।
মাদারীপুরে দায়িত্ব নেওয়ার পরই দুর্নীতি রোধ ও সুশাসন নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেছেন নবাগত পুলিশ সুপার (এসপি) এহতেশামুল হক। তিনি বলেছেন, “যে অফিস যত ছোট, সেখানে দুর্নীতি তত কম; আর যে বাহিনী বা অফিস যত বড়, দুর্নীতির সুযোগও সেখানে তত বেশি।”
রোববার (৩০ নভেম্বর) বিকেলে মাদারীপুর জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসপি এহতেশামুল হক এ মন্তব্য করেন। সভার আগে জেলা পুলিশের কর্মকর্তা ও সদস্যরা ফুল দিয়ে নবাগত এসপিকে শুভেচ্ছা জানান।
দুর্নীতির উদাহরণ তুলে ধরে এসপি বলেন, “এক হাজারের বেশি সদস্য নিয়ে পুলিশ বাহিনীতে সবাই যদি মাত্র ৫ টাকা করে দুর্নীতি করে, তাহলে মোট দুর্নীতির পরিমাণ হয় অনেক। কিন্তু কোনো অফিসে সদস্য সংখ্যা যদি তিনজন হয়, তাদের দুর্নীতির সক্ষমতাও ততটাই সীমিত। তারা ৫ টাকা করে নিলেও মোটে ১৫ টাকা হয়—এর বাইরে তাদের করার মতো সামর্থ্য নেই।”
সাংবাদিকদের সঙ্গে পরিপূরক সম্পর্ক গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে তিনি আরও বলেন, “এই জেলায় সুবিধা–অসুবিধা বুকে ধারণ করেই আমাদের কাজ করতে হবে। পিছিয়ে যাওয়ার সুযোগ নেই। আপনাদের সহযোগিতায় একটি সুন্দর, উন্নত, সুশৃঙ্খল ও দুর্নীতিমুক্ত মাদারীপুর গড়ে তুলতে চাই। আইনশৃঙ্খলা বজায় রাখা, মাদক ও জুয়াসহ বিভিন্ন অপরাধ দমনে পুলিশ ও সাংবাদিক সমাজ একে অপরের পরিপূরক হিসেবে কাজ করবে।”
মতবিনিময় সভায় জেলার ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের পাশাপাশি উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা) শেখ সাব্বির হোসেন, সহকারী পুলিশ সুপার বিমল চন্দ্র বর্মন, সদর মডেল থানা ওসি আদিল হোসেন, ডিআই-১ আশফাক হোসেনসহ পুলিশের অন্যান্য কর্মকর্তা।
উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়ায় দীর্ঘদিন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করার পর বদলি হয়ে মাদারীপুরে যোগ দিয়েছেন এহতেশামুল হক।