নীলফামারী জেলা প্রতিনিধি,
২১ রমজান চতুর্থ খলিফা আমিরুল মোমেনিন হযরত মাওলা আলী শেরে খোদা আলীউল মুতুজা (কাঃ) এর পবিত্র উরস মোবারক উপলক্ষে এমাদীয়া ফাউন্ডেশন এর উদ্যোগে গতকাল শনিবার বাদ নামাজে আসর সৈয়দপুর শহরের জহরুল হক রোডে বিচালি হাট্টি রোডে দুই শতাধিক পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয় ।
জানা যায় প্রতিষ্ঠাতা এমাদীয়া ফাউন্ডেশন রাঈসুল মাশায়েখ হযরত আল্লামা আলহাজ্ব সৈয়দ শাহ্ মিসবাহ উল হক এমাদি (মা:জি:আ)
ইফতার বিতরণের সভাপতিত্ব করেনঃ- হাজী মোহাম্মাদ আফতাব আলম জুবায়ের এমাদী (সাধারণ সম্পাদক খানকাহ্ এমাদিয়া কালান্দারিয়া হাতীখানা সৈয়দপুর ) আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের অর্থ সম্পাদক এবং এমাদীয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব মুরাদ হোসেন এমাদী সাহেব এর নেতৃত্বে পরিচালিত হয় ।
এসময় আরো উপস্থিত ছিলেনঃ- ফাউন্ডেশনের সদস্য শাওন এমাদী,শয়ন এমাদী, রাজু এমাদী সিহাব এমাদী,ও আহমাদ এমাদীসহ আরও অনেকে।