মনা নিজস্ব প্রতিনিধিঃ
আজ নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার, খ-সার্কেল(সোনারগাঁও ও বন্দর থানা) জনাব আসিফ ইমাম-এর বদলিজনিত বিদায় উপলক্ষ্যে সংবর্ধনা প্রদান করা হয়। জনাব আসিফ ইমাম প্রায় ০১ বছর অত্র জেলায় পেশাদারিত্ব ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। এছাড়া জনাব মোঃ নূরুল হক, আর আই, পুলিশ লাইন্স, নারায়ণগঞ্জ’কে পুলিশ লাইন্স এর ড্রিল শেডে বদলি জনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয় । জনাব মোঃ নূরুল হক নারায়ণগঞ্জ জেলায় ০২ বছর ০৬ মাস কর্মরত ছিলেন। উক্ত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার) মহোদয়।
সম্মানিত পুলিশ সুপার বিদায়ী অতিথিদের সম্মাননা ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার প্রদান করেন। এসময় জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।