জিল্লুর রহমান ষ্টাফ রিপোর্টার (খুলনা) :
খুলনা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন কয়রা থানার ওসি জিএম এমদাদুল হক। খুলনা জেলা পুলিশ লাইনে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন পুলিশ সুপার মহোদয়।
সভায় জানানো হয়, অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ, মামলা নিষ্পত্তি, আইনশৃঙ্খলা রক্ষা এবং জনবান্ধব কার্যক্রমে শ্রেষ্ঠত্ব অর্জন করায় তাঁকে খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করা হয়েছে। বিভিন্ন থানার ওসিদের কার্যক্রম মূল্যায়নের পর সর্বাধিক সাফল্যের ভিত্তিতে এই সম্মান পান কয়রা থানার ওসি জিএম এমদাদুল হক।
একজন ওসির দায়িত্ব শুধু থানার চার দেয়ালের ভেতর সীমাবদ্ধ নয়; জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, ঘুষ ও দুর্নীতিমুক্ত পরিবেশ গড়ে তোলা এবং থানাকে আস্থার স্থানে পরিণত করাও সমান গুরুত্বপূর্ণ। কয়রার বর্তমান ওসি সেই প্রত্যাশার প্রতীক হয়ে উঠেছেন।
এমদাদুল হক বলেন, “এই অর্জন শুধু আমার ব্যক্তিগত নয়, থানার প্রতিটি পুলিশ সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফল। জনগণের নিরাপত্তা নিশ্চিত করা ও থানাকে সবার জন্য উন্মুক্ত রাখা আমার অঙ্গীকার। পুলিশ সুপারের স্বীকৃতি আমাকে আরও দায়িত্বশীল হতে অনুপ্রাণিত করবে।”
স্থানীয়ভাবে তিনি একজন ভদ্র, মানবিক ও দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে পরিচিত। তাঁর নেতৃত্বে কয়রা থানা বর্তমানে ঘুষ ও দুর্নীতিমুক্ত হিসেবে দৃষ্টান্ত স্থাপন করেছে। এর আগে তিনি কয়রায় দায়িত্ব পালনকালে আরও তিনবার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন। তিনি কয়রা থানায় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান এ নিজের দায়িত্ব থেকে ও সকলের প্রচেষ্টায় সফল ভাবে সহযোগিতা হাত বাড়িয়ে দেন, তিনি বিগত দিনে কয়রা থানায় তদন্ত ওসি হিসাবে দায়িত্ব থাকা অবস্থায় কয়রা সাংবাদিক ফোরাম এর সাথে বৃক্ষ রোপন কর্মসূচীতে সক্রিয় ভাবে অংশ গ্ৰহন করেছিলেন, তিনি বলেছিলেন বৃক্ষ রোপন করো দেশ বাঁচাও, কারন বৃক্ষ আমাদের প্রচুর পরিমাণে অক্সিজেন দান করেন। তিনি পুলিশ অফিসার হিসেবে একজন দক্ষ ও চৌকস কর্মকর্তা।
সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, সহকারী পুলিশ সুপার (এএসপি) এবং বিভিন্ন থানার অফিসার ইনচার্জ উপস্থিত ছিলেন।