মনা নিজস্ব প্রতিনিধিঃ
অসনাক্তকৃত চার মৃতদেহের পরিচয় শনাক্তে সহায়তার আহ্বান করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সূত্রে জানা যায়, ০৮ অক্টোবর ২০১৬ খ্রি. তারিখ গাজীপুর জেলাধীন জয়দেবপুর থানাস্থ নোয়াগাঁও,পাতারটেক,আফারখোলা গ্রামে গাজীপুর জেলা পুলিশ,বগুড়া জেলা পুলিশ ও সিটিটিসির যৌথ অভিযানে ০৭ জন কথিত জঙ্গি নিহত হয়। উক্ত ০৭ জন কথিত জঙ্গির মৃতদেহের মধ্যে ০৩ জনের মৃতদেহ সনাক্ত হয় এবং অপর ০৪ জনের মৃতদেহ অদ্যবধি সনাক্ত করা সম্ভব হয়নি। অসনাক্তকৃত মৃত ব্যক্তিদের কোনো আত্মীয়-স্বজন খুঁজে পাওয়া যায়নি।
ছবিতে প্রদর্শিত মৃত ব্যক্তিদের চেহারা দেখে কেউ শনাক্ত করতে পারলে পুলিশ হেডকোয়াটার্স ঢাকা অথবা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ঢাকার (ফোন- ০২৪১২০৩১১) নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।