মনা নিজস্ব প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় জেলা পুলিশের সকল ইউনিটে একযোগে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় আলমডাঙ্গা থানার এসআই(নিঃ) মোঃ বাবলু খাঁন, সংগীয় অফিসার ফোর্সসহ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে আজ ১৬ জানুয়ারি ২০২৬ তারিখ বিকাল ১৬:৪৫ ঘটিকায় আলমডাঙ্গা থানাধীন ০৩নং কুমারী ইউনিয়নের শ্যামপুর গ্রামস্থ জনৈক মোঃ কুল মিয়া এর বসত বাড়ীর সামনে পাঁকা রাস্তার উপর হতে আসামী ১। মোঃ সাকিব আল হাসান(২০), পিতা- মোঃ রইচ উদ্দিন, সাং- শ্যামপুর, থানা- আলমডাঙ্গা, জেলা- চুয়াডাঙ্গার হেফাজত হতে ২৮(আঠাশ) পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন ।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মামলা রুজু করা হয়।