মনা নিজস্ব প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় জেলা পুলিশের সকল ইউনিটে একযোগে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় আলমডাঙ্গা থানার এসআই(নিঃ) মোঃ আব্দুল মতিন, পাইকপাড়া পুলিশ ক্যাম্প, সংগীয় অফিসার ফোর্সসহ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে গত ০৬ জানুয়ারি ২০২৬ তারিখ রাত ২৩:৩০ ঘটিকায় আলমডাঙ্গা থানাধীন কালিদাসপুর ইউনিয়নের ০৫নং ওয়ার্ডের পারকুলা (আস্তানাপাড়া) জনৈক মোল্লা মোঃ জাহাঙ্গীর আলম এর বাড়ীর সামনে ইটের সলিং রাস্তার উপর হতে আসামী ১। মোঃ রফিকুল ইসলাম(৩৩), পিতা- মৃত আলী আকবার, সাং- পারকুলা(আবাসন প্রকল্প), থানা- আলমডাঙ্গা, জেলা- চুয়াডাঙ্গার হেফাজত হতে ১০২(একশত দুই) পিচ ইয়াবা ট্যাবলেট ও ৩৯(উনচল্লিশ) পিচ Tapentadol Tablet উদ্ধার করেন ।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মামলা রুজু করা হয়।