ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
হাসিনুজ্জামান মিন্টু
ঠাকুরগাঁও সদর উপজেলার ভুল্লীতে অবস্থিত বেসরকারি সংস্থা আশা এনজিওর আঞ্চলিক কার্যালয়ে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে আশা এনজিওর কোনো কর্মকর্তা কথা বলতে রাজি হননি। তবে মঙ্গলবার (১৩ মে) ভুল্লী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সরকার ঢাকাপোস্টকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আশা এনজিও’র ভুল্লী ব্রাঞ্চ অফিস ম্যানেজার কয়েক দিন আগে কয়েক লাখ টাকা নিয়ে উধাও হয়ে যায় বলে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন অফিস কর্তৃপক্ষ।
ভুল্লী ব্রাঞ্চ ও আঞ্চলিক কার্যালয় সূত্রে জানা গেছে, গোলাম রাব্বানী ম্যানেজার থাকাকালে বিভিন্ন গ্রাহকের কাছ থেকে বিকাশ ও নগদে লেনদেন করেছেন। আবার অনেক গ্রাহকেরা কাছ থেকে ২০/৫০ হাজার টাকা নিয়ে সেই টাকা অফিসে জমা দেয়নি। তার বিরুদ্ধে অনৈতিকভাবে অর্থ লেনদেনের অভিযোগ ছিল। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে কিছুদিন আগেই ভুল্লী ব্রাঞ্চ থেকে তাকে ক্লোজড করা হয়। পরবর্তীতে তিন দিন আগে পঞ্চগড়ের বোদায় বদলি করা হয়। এরপর থেকে কয়েক লাখ টাকাসহ তাকে আর পাওয়া যাচ্ছে না।
তিনি আরও বলেন, তবে শোনা যাচ্ছে চুয়াল্লিশ লাখ টাকা নেই। কিন্তু তদন্ত শেষ না হওয়া পর্যন্ত প্রকৃত অর্থে কত টাকার গড়মিল রয়েছে এই মুহূর্তে বলা যাচ্ছে না। হেড অফিস থেকে একটি টিম এসেছে তারা তদন্ত করছেন। তদন্ত শেষ হলেই বলা যাবে কত টাকা সঙ্গে নিয়ে তিনি উধাও হয়েছেন।
এ বিষয়ে তদন্ত কমিটির সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা কথা বলতে রাজি হননি।