মনা নিজস্ব প্রতিনিধিঃ
অদ্য ২২/০৯/২০২৫ তারিখে বিএসটিআই জেলা কার্যালয়, কক্সবাজার এর উদ্যোগে কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলায় একটি সার্ভিল্যান্স অভিযান (পণ্যের মান নিয়ন্ত্রণ এবং ওজন ও পরিমাপের সঠিকতা যাচাই) পরিচালিত হয়। অভিযানকালে নিম্ন বর্ণিত ০৫ টি প্রতিষ্ঠান -
১। ফ্যাশন টাচ,নূর সখিনা মার্কেট,ঈদগাঁও,কক্সবাজার,
২। সুবর্ণা জরি হাউস, নূর সখিনা মার্কেট,ঈদগাঁও,কক্সবাজার,
৩। আমিন জরি হাউস, নূর সখিনা মার্কেট,ঈদগাঁও,কক্সবাজার,
৪। মেহেরাজ চমকি হাউস, নূর সখিনা মার্কেট, ঈদগাঁও, কক্সবাজার এবং
৫। বিনিময় ডিপার্টমেন্টাল স্টোর, বেদার মিয়া মার্কেট, ঈদগাঁও, কক্সবাজার
প্রতিষ্ঠান পাঁচটির কাছে নিষিদ্ধ ঘোষিত কিছু পণ্য পাওয়া যায় যা (Goree, Chadni, Face fresh, New face, noor gold,Fresh & White,Navia) জব্দ করা হয় এবং এসব পণ্য বিক্রয় বিতরণ বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয় ও বিভিন্ন কসমেটিক স্টোরকে নিষিদ্ধ ঘোষিত পণ্যের তালিকা সরবরাহ করা হয়, একইসাথে আমদানিকৃত পণ্যের গায়ে অবশ্যই আমদানিকারক প্রতিষ্ঠানের নাম ঠিকানা উল্লেখপূর্বক বিএসটিআইয়ের আমদানি নীতিমালা অনুযায়ী ছাড়পত্র নিশ্চিত করে বাজারে বিক্রয় করার পরামর্শ প্রদান করা হয়।
উক্ত অভিযানটি জনাব এস, এম, রুহুল ইসলাম, পরিদর্শক (মেট্রোলজি) এবং জনাব মিনহাজুল হক, ফিল্ড অফিসার (সি এম) এর সমন্বয়ে গঠিত টীম কর্তৃক পরিচালিত হয়।
জনস্বার্থে বিএসটিআই কক্সবাজারের এরূপ অভিযান অব্যাহত থাকবে।