মোঃ নাজমুল শেখ, মাদারীপুর জেলা প্রতিনিধি:
মাদারীপুরের রাজৈর উপজেলার কবিরাজপুর ইউনিয়নে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগকে পুনর্বাসনের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলো।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে কবিরাজপুর ইউনিয়নে আয়োজিত এই সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি সরদার সহিদুল্লাহ রেজাউল।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমি বিগত ১৭ বছর ধরে ফ্যাসিস্ট সরকারের নির্যাতনের কারণে এলাকায় থাকতে পারিনি। স্ত্রী-সন্তান নিয়ে দূরে থাকতে বাধ্য হয়েছি। কিন্তু বর্তমানে কবিরাজপুর শিহাব উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনের সুযোগে কিছু ব্যক্তি নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগকে পুনর্বাসনের আয়োজন করছে।”
তিনি অভিযোগ করে বলেন, “রাজৈর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ওহাব এবং সাবেক সাধারণ সম্পাদক লেবু কাজী এ পরিকল্পনার অংশ হিসেবে আওয়ামী লীগের লোকজনকে কবিরাজপুর ইউনিয়নে সক্রিয় করে তুলছেন। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে আওয়ামী লীগের ঘনিষ্ঠ ব্যক্তি—সিদ্দিক মুন্সি, রব মোল্লা ও তানিয়া বেগমদের নিয়ে প্যানেল গঠন করা হয়েছে।”
এ সময় কবিরাজপুর ইউনিয়ন বিএনপির নেতা সাইফুল সরদার বলেন, “বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে আওয়ামী লীগ–সমর্থিত একটি প্যানেল দেওয়া হয়েছে। দুঃখজনকভাবে রাজৈর উপজেলা বিএনপির একাংশ এবং কবিরাজপুর ইউনিয়ন বিএনপির কিছু নেতা সেই প্যানেলকে সহযোগিতা করছেন।”
তিনি আরও বলেন, “আমরা আশা করি, আওয়ামী লীগ ও বিএনপির একাংশের যোগসাজশে কবিরাজপুর ইউনিয়ন বিএনপিকে ধ্বংসের পথে ঠেলে দেওয়া হবে না।”
সংবাদ সম্মেলনে কবিরাজপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।