ষ্টাফ রিপোর্টার (খুলনা): খুলনার কয়রায় নৌবাহিনীর যৌথ অভিযানে অবৈধভাবে চিংড়ি মাছে জেলি পুশ করে ওজন বাড়ানো প্রায় ৬০ কেজি চিংড়ি মাছ জব্দ করা হয়েছে। এ সময় জেলি সহ এক নারীকে হাতেনাতে আটক করা হয়েছে।
শনিবার সকাল ১০টার দিকে কয়রা উপজেলার মহারাজ পুর ইউনিয়নে মঠবাড়ি এলাকায় এ অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে বাংলাদেশ নৌবাহিনীর পাশাপাশি কয়রা থানা পুলিশ, বনবিভাগ ও মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা অংশ নেন।
অভিযান চলাকালে মোছা: তাসমিয়া (৩৭) নামের এক নারীকে জেলি পুশের কাজে যুক্ত থাকার অভিযোগে হাতেনাতে আটক করা হয়। তবে তার স্বামী আলাউদ্দিন গাইন (৪২) পালিয়ে যান বলে জানা গেছে।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাসমিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট। জব্দ করা চিংড়ি ও অন্যান্য সরঞ্জাম ধ্বংস করা হয়েছে বলে জানা গেছে।
স্থানীয়রা জানিয়েছেন, এলাকায় দীর্ঘদিন ধরে কিছু অসাধু চিংড়ি ব্যবসায়ী এ ধরনের জেলি পুশের মাধ্যমে চিংড়ির ওজন বাড়িয়ে বেশি দামে বিক্রি করছেন। ফলে স্থানীয় খামারি ও সাধারণ ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
নৌবাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, অবৈধভাবে চিংড়িতে জেলি পুশ ও মৎস্য সম্পদ ক্ষতিগ্রস্ত করার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি মাদক, চোরাচালান ও অন্যান্য অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তারা।