আদায়।
জিল্লুর ষ্টাফ রিপোর্টার (কয়রা )খুলনা ঃ
খুলনার কয়রায় মোবাইল কোটের মাধ্যমে দুইটি ইটভাটা বন্ধ করা হয়েছে। এবং ১ টি চুল্লির মালিককে ১০ হাজার টাকা নগদ জরিমানা করা হয়েছে। জানা গেছে ,কয়রা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাবা রুলী বিশ্বাস ৪ মার্চ মঙ্গলবার দুপুরে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় বৈধ কাগজপত্র না থাকায় মোবাইল কোর্টের মাধ্যমে ২ টি ইটভাটা বন্ধ করা হয়। ইটভাটা দুটি হলো জায়গীরমহল গ্রামের সানা ব্রিকস ও ঘুগরাকাটি গ্রামের মেসার্স সোহরাব ব্রিকস। এছাড়া জায়গীরমহল গ্রামের একটি ইটপোড়ানো চুল্লির কার্যক্রম বন্ধ এবং চুল্লির মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিএম ইমদাদুল হক সহ ফায়ার সার্ভিস ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।