প্রিন্ট এর তারিখঃ মে ২৩, ২০২৫, ১২:৪০ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২২, ২০২৫, ১:৫৮ পি.এম
কয়রার কপোতাক্ষ নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ড্রেজার মালিক কে জরিমানা কয়রা (খুলনা) প্রতিনিধি: কপোতাক্ষ নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে দুই ড্রেজার মালিককে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার ২১ মে বেলা ১:৪০ মিনিটে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে খুলনার কয়রা উপজেলার মদিনাবাদ গ্রামের ইউনুচ গাজীর পুত্র লিটন গাজীকে ১৫ হাজার টাকা ও মৃত সোহরাব হোসেনের পুত্র আরাফাত হোসেনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, কপোতাক্ষ নদের গোবরা গ্রামের সীমানায় বালু উত্তোলনের খবর পেয়ে কয়রা উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস ঘটনাস্থলে যান। তার উপস্থিতি টের পেয়ে ড্রেজার মালিকরা সেখান থেকে ট্রলার নিয়ে মদিনাবাদ লঞ্চঘাটে আসেন।
নির্বাহী অফিসারও তাদের পিছু নিয়ে সেখানে উপস্থিত হয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই ড্রেজার মালিককে দন্ডবিধি ১৮৬০ এর ২৯১ ধারার ৩৫ হাজার টাকা জরিমানা করেন। এ সময় উপস্থিত ছিলেন কয়রা থানার এস আই তন্ময় কুমার ও ইউএনও অফিসের পেশকার রিপন আল মামুন।
©️Nobodigonto24.com