জি এম জিয়াউল হাসান জিল্লুর ষ্টাফ রিপোর্টার খুলনা: বুধবার ( ২৪ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত ম্যানেজিং কমিটির নির্বাচনে তিনি ছয় ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। নির্বাচনে মোট আটজন ভোটারের উপস্থিতিতে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়। সভাপতি পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তারা হলেন- মোঃ ফেরদৌস হোসেন (পলাশ), মোঃ গোলাম সারোয়ার এবং ফাতেমা খাতুন।
ভোট গণনা শেষে দেখা যায়, ফাতেমা খাতুন আটটি ভোটের মধ্যে ছয়টি ভোট পেয়ে নিরঙ্কুশ বিজয় অর্জন করেছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ফেরদৌস হোসেন ও গোলাম সরোয়ার প্রত্যেকে একটি করে ভোট পান।
উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ মোহসীন আলি এই নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন। নির্বাচিত হয়ে ফাতেমা খাতুন মাদ্রাসার উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। স্থানীয় সুধী জন এই নির্বাচনের স্বচ্ছতা ও সুষ্ঠু ব্যবস্থাপনার প্রশংসা করেছেন। উল্লেখ্য তিনি বেচপাড়া গ্ৰামের বাবলু ঢালীর স্ত্রী এবং মহেশ্বরীপুর ইউনিয়নের বাবুরাবাদ গ্ৰামের সিরাজুল ইসলাম গাজীর মেয়ে।