মনা নিজস্ব প্রতিনিধিঃ
১৬.১০.২০২৫ খ্রি. তারিখে বিএসটিআই জেলা অফিস, কুমিল্লা এবং উপজেলা প্রশাসন, হোমনা, কুমিল্লা এর যৌথ উদ্যোগে কুমিল্লা জেলার হোমনা উপজেলায় একটি মোবাইল অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে
০১। মেসার্স মা বাবা গৌরি ফুড প্রোডাক্টস, সুভারামপুর, হোমনা, কুমিল্লা কে চানাচুর পণ্যের অনুকূলে সিএম লাইসেন্স বিষয়ে মিথ্যা তথ্য প্রদান করায় বিএসটিআই আইন ২০১৮ মোতাবেক ১০,০০০/-টাকা জরিপানা করা হয়
০২। মেসার্স বায়জিত চানাচুর চান, সুভারামপুর, হোমনা, কুমিল্লা কে চানাচুর পণ্যের অনুকূলে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮ অনুযায়ী ১১,০০০/- টাকা জরিপানা করা হয়।
অভিযানটি আহামেদ মোফাসের, সহকারী কমিশনার(ভূমি), হোমনা, কুমিল্লা এর নেতৃত্বে পরচালিত হয়। বিএসটিআই, কুমিল্লা জেলা অফিসের জনাব ইকবাল আহমেদ, ফিল্ড অফিসার (সিএম), লুৎফর রহমান পরিদর্শক(মেট)
ও জনাব শামস তাবরেজ, পরিদর্শক(মেট) অংশগ্রহণ করেন ।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।