মোঃ মুবিনুল ইসলাম, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি:
খাগড়াছড়ির গুইমারা উপজেলায় আব্দুল কাদের (৭১) নামে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার ভোরে উপজেলার পশ্চিম বড়পিলাক এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
মৃত আব্দুল কাদের ওই এলাকার ইয়াকুব আলীর ছেলে। পারিবারিক সূত্র জানায়, ভোর সাড়ে ৫টার দিকে ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দেন তিনি। পরে পরিবারের সদস্যরা তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়দের খবর দেন।
আব্দুল কাদেরের পরিবারের দাবি, তিনি দীর্ঘদিন ধরে নানা শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। পাশাপাশি কর্মহীন হয়ে পড়ায় আর্থিক সংকট ও পারিবারিক কলহের কারণে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।