জিল্লুর রহমান ষ্টাফ রিপোর্টার:
খুলনার কয়রায় মহেশ্বরীপুর ইউনিয়নের (নোয়ানী) স্লূইচগেট দিয়ে আমতলা কেওড়া কাটাখালের ইজারাদার রাতের আঁধারে অবৈধভাবে লবণ পানি উত্তোলন করায় লবনপানি বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে প্রায় ৪শ’ মানুষ উপস্থিত ছিলেন। শনিবার (৩ মে) বিকেলে ৫ টায় আমতলা কেওড়া কাটা খাল পাড়ে গ্রামবাসীর উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে” লবণ পানি তুলতে আসবি মুড়ো ঝাঁটার বাড়ি খাবি”এই স্লোগানে এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেন। লবণ পানির পক্ষে যারা উপকূলের শত্রু তারা” আমার খেলার মাঠ চাই “সংখ্যালঘু নির্যাতন বন্ধ কর ” ২০০ বছরের মন্দির রক্ষা করো ” বিভিন্ন ফেষ্টুনি হাতে নিয়ে মানববন্ধনে দাঁড়ান গ্রামবাসী। মানববন্ধনে বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজসেবক পল্লী চিকিৎসক ডাঃ সঞ্জয় কুমার সরদার, মোঃ মফিজুল ইসলাম শিকারী,মোঃ ফিরোজ হোসেন, মোঃ সেলিম শেখ, নিতিশ বৈদ্য,শ্যামপদ রায়, পণিতা ঘোরামি,সুমন মৃধা, গোবিন্দ মিস্ত্রি, মধুসূদন বৈদ্য,মোঃ মেখলেছুর রহমান প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, আমরা এই এলাকায় কৃষির উপর নির্ভরশীল। চলতি বছরে এইখালের পানি দিয়ে আমরা ধান চাষ,তরমুজ চাষ সহ বিভিন্ন ফসল ফলায়ছি। সপ্তাহখানেক আগে খালের ইজারাদার তিনি তার ব্যক্তিগত লোক দিয়ে মহেশ্বরীপুর ইউনিয়নের ( নোয়ানী) সুইচ গেট দিয়ে অবৈধভাবে লবণ পানি উত্তোলন করেছেন। লবণ পানি দিয়ে কোন ফসল উৎপাদন করা যায়না। যদি এই খালে লবণ পানি উত্তোলন বন্ধ করা না হয় তাহলে এই এলাকার কোথাও ফসল উৎপাদন করা সম্ভব হবে না। হাজার হাজার বিঘা জমিতে যে ফসল সোনালী হাত ছানি দেয় সেটা বন্ধ হয়ে যাবে। কৃষির উপর নির্ভরশীল মানুষ অতিকষ্টে দিন যাপন করবে,তাই এই এলাকায় লবণ পানি উত্তোলন বন্ধের জন্য তারা সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।