মনা যশোর জেলা প্রতিনিধিঃ
খুলনা জেলা পুলিশ লাইন্স মাঠে রেঞ্জ ক্রিকেট টুর্নামেন্ট -২০২৫ এর প্রথম খেলায় রেঞ্জ অফিস ক্রিকেট টিম, খুলনাকে ৩২ রনের বড় ব্যবধানে হারিয়েছে জেলা পুলিশ যশোরের ক্রিকেট টিম।
প্রথমে ব্যাট করে ১৬৩ রানের টার্গেট দেয় যশোর জেলা পুলিশ ক্রিকেট টিম। যশোর জেলা পুলিশ ক্রিকেট টিমের পক্ষে সর্ব্বোচ্চ ৫৮ রানে করে মোঃ ইমরান হোসেন। খুলনা রেঞ্জ অফিস টিম রান তাড়া করতে নেমে ২০ ওভারে ১৩০ রান করে। রেঞ্জ অফিস ক্রিকেট টিমের পক্ষে সর্ব্বোচ্চ ৩৯ রান করে রিয়াদ।
যশোর জেলা পুলিশের এই দুর্দান্ত জয়ে জেলার সম্মানিত পুলিশ সুপারের পক্ষ থেকে ক্রিকেট দলের প্রতিটি খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্টের সকলকে আন্তরিক অভিনন্দন।