মনা যশোর প্রতিনিধিঃ
খুলনা সদর থানাধীন সাতরাস্তা মোড়ের নূর কাচ্চি হাউজ নামক রেস্টুরেন্ট হতে গত পাঁচ আগস্ট রাতে বিভিন্ন জিনিসপত্র চুরি হয়ে যায়। তৎপ্রেক্ষিতে বাদী জনৈক শোরীফা আলমের এজাহারের ভিত্তিতে খুলনা সদর থানায় চুরি মামলা রুজু করা হয়।
উক্ত ঘটনায় তদন্তে নেমে পুলিশ চোরদেরকে সনাক্ত করে এবং গ্রেফতারের জন্য গোপন সংবাদের ভিত্তিতে ২২ আগস্ট ২০২৫ তারিখ রাতে লবণচরা থানাধীন হরিণটানা রিয়াবাজার এলাকায় অভিযান চালায়।
অভিযানে চোরঃ ১/ আহাদ আলী (৪৫) পিতা-রাশেদ শেখ, সাং-হরিণটানা রিয়াবাজার, থানা-লবণচরা এবং ২) কামরান বিশ্বাস (২০) পিতা-মৃত: মাজেদ বিশ্বাস, সাং-পূর্ব বানিয়াখামার, থানা-খুলনা সদর, খুলনাদ্বয়কে গ্রেফতার করা হয়।
তাদের হেফাজত হতে রেস্টুরেন্ট হতে চুরি হওয়া ২টি দুই টনের এসি, ১টি কাঠের হাতলযুক্ত মুভিং চেয়ার, ৫টি সিসি ক্যামেরা, ১৫টি সিরামিক প্লেট এবং ৮ টি পর্দা উদ্ধার করা হয়েছে।
আসামীদের নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করতঃ চুরির ঘটনায় জড়িত অন্যান্য সহযোগী আসামীদেরকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে।