জিল্লুর রহমান ষ্টাফ রিপোর্টার খুলনা ঃ খুলনা-পাইকগাছা-কয়রা রুটে সড়কের করুণ অবস্থার কারণে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছেন বাস মালিক ও শ্রমিক সমিতি। এতে করে রোববার সকাল থেকেই শত শত যাত্রী বাসস্ট্যান্ডে এসে চরম ভোগান্তির মুখে পড়েছেন।
বাস শ্রমিকদের অভিযোগ, শনিবার (১২ জুলাই) গভীর রাতে পাইকগাছার কপিলমুনির ফকিরবাসা মোড় এবং তালা থানার নিকটবর্তী স্থানে খারাপ রাস্তায় ট্রাক আটকে যায়। এরপর থেকেই সড়কে যান চলাচল একেবারে অচল হয়ে পড়ে। ফলে শ্রমিক ও মালিক সমিতি সম্মিলিতভাবে বাস ও ট্রাক চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।
জানা গেছে, পাইকগাছা থেকে আঠারো মাইল পর্যন্ত অন্তত ছয়টি স্থানে সড়কের অবস্থা মারাত্মক খারাপ। এর মধ্যে তালা থানা থেকে ব্রিজ মোড় পর্যন্ত অঞ্চল, কপিলমুনি ফকিরবাসা মোড়, গোলাবাটী মোড় এবং মুচির পুকুর মোড় সবচেয়ে ঝুঁকিপূর্ণ।
বাস মালিক সমিতির পক্ষ থেকে সড়কে অস্থায়ীভাবে ইট-বালু ফেলে চলাচল সচল রাখার চেষ্টা চলছে। তবে সেটি খুবই সীমিত এবং অস্থায়ী সমাধান বলে মনে করছেন স্থানীয়রা।
এদিকে খুলনা সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত সড়কে মেরামতের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। খুব শিগগিরই যান চলাচল স্বাভাবিক হবে বলেও আশ্বস্ত করেছেন তিনি।
সড়ক সংস্কারে দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে পুরো অঞ্চলের পরিবহন ব্যবস্থা একপ্রকার স্থবির হয়ে পড়বে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।