মনা নিজস্ব প্রতিনিধিঃ
বিএসটিআই বিভাগীয় অফিস, খুলনা
মোবাইল কোর্ট
(ওজন ও পরিমাপ যাচাই)
গত ১১.০৯.২০২৫ খ্রিস্টাব্দ তারিখে খুলনা মহানগরীর গল্লামারী ও জিরোপয়েন্ট এলাকায় একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।মোবাইল কোর্টে
১। মেসার্স শিকদার ফিলিং স্টেশন, জিরোপয়েন্ট,খুলনা এর ডিসপেনসিং ইউনিট ও লিটার মেজার্স এর বৈধ ভেরিফিকেশন সনদ না থাকায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন,২০১৮ এর ৩২(১) ধারা লঙ্ঘনের দায়ে একই আইনের ৪৮ ধারা অনুযায়ী ১০০০০ টাকা।
২।মেট্রো ফিলিং স্টেশন, গল্লামারী এর অকটেন ডিসপেসিং ইউনিটে প্রতি ১০ লিটারে ৫০ মিলি কম প্রদান এবং ভেরিফিকেশন সনদ দেখাতে না পারায় একই আইনের ৩৬ ও ৪৮ ধারা অনুযায়ী ৫০০০ টাকা জরিমানা করা হয়।
উক্ত মোবাইল কোর্ট পরিচালনা করেন খুলনা জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব শেখ রায়হানা ইসলাম প্রসিকিউটর হিসেবে বিএসটিআই’র কর্মকর্তা জনাব আলী হাসান , পরিদর্শক (মেট্রোলজি) এবং জনাব বায়োজিদ বোস্তামী, পরিদর্শক (মেট্রোলজি) দায়িত্ব পালন করেন।