মনা যশোর প্রতিনিধিঃ
অদ্য ২১-০৭-২০২৫ খ্রিঃ রাত ১২টায় খুলনা জেলার ডুমুরিয়া থানায় আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন খুলনা রেঞ্জ ডিআইজি জনাব মোঃ রেজাউল হক,পিপিএম মহোদয়।
খুলনা জেলা পুলিশ সুপার জনাব টি,এম, মোশাররফ হোসেন এর সভাপতিত্বে খুলনা জেলাস্থ ডুমুরিয়া থানা চত্বরে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে রেঞ্জ ডিআইজি মহোদয় বলেন, অনলাইন জিডি সেবা চালু হওয়াটা আমাদের দেশের একটি গর্ব। সময় বাঁচিয়ে বাড়িতে বসেই নিজেরাই জিডি করতে পারবেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মোঃ জয়নুদ্দিন পিপিএম,অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট),খুলনা রেঞ্জ ও মোঃ খায়রুল আনাম,অতিরিক্ত পুলিশ সুপার (বি সার্কেল),খুলনা জেলা পুলিশ।