মনা নিজস্ব প্রতিনিধিঃ
আজ ৫ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ খুলনা জেলা পুলিশের শিরোমনি পুলিশ লাইন্সে খুলনা রেঞ্জ পুলিশের আয়োজনে জুলাই স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জনাব মোঃ রেজাউল হক,পিপিএম, ডিআইজি, খুলনা রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, খুলনা এর সভাপতিত্বে উক্ত সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মোঃ রেজাউল করিম, ভাইস চ্যান্সেলর, খুলনা বিশ্ববিদ্যালয়।
আলোচনা সভার শুরুতেই জুলাই আন্দোলনে শহীদদের পরিবারকে ফুল দিয়ে স্বাগত জানানো হয় এবং শহীদদের উদ্দেশ্যে এক মিনিটের নীরবতা পালন করা হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন জনাব আবদুল কুদ্দুছ চৌধুুরী, পিপিএম,কমান্ড্যান্ট (ডিআইজি), পুলিশ ট্রেনিং সেন্টার,খুলনা, জনাব নওরোজ হাসান তালুকদার, কমান্ড্যান্ট (অ্যাডিশনাল ডিআইজি), আরআরএফ, খুলনা, জনাব টি, এম, মোশাররফ হোসেন, পুলিশ সুপার,খুলনা জেলা পুলিশ সহ খুলনা রেঞ্জ পুলিশ, খুলনা জেলা পুলিশ ও রেঞ্জ রিজার্ভ ফোর্স (খুলনা) এর বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা এবং ফোর্সবৃন্দ।