মনা নিজস্ব প্রতিনিধিঃ
অদ্য ১৬-১০-২০২৫খ্রি. তারিখে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় র্যাপিড একশন ব্যাটেলিয়ান (র্যাব) ও বিএসটিআই, গাজীপুর এর সমন্বয়ে একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উক্ত মোবাইল কোর্টের কার্যক্রম নিম্নরূপ-
আমদানী নিষিদ্ধ স্কিন ক্রিম, ছাড়পত্রবিহীন ও নকল কসমেটকস বিক্রয়- বিতরণ করায়-
১। সততা এন্টারপ্রাইজ, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর নামীয় প্রতিষ্ঠানকে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন আইন-২০১৮ অনুযায়ী ১,৫০,০০০.০০ (এক লক্ষ পঞ্চাশ হাজার) ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
২। বিসমিল্লাহ স্টোর, ফকিরবাড়ী, শ্রীপুর, গাজীপুর নামীয় প্রতিষ্ঠানকে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন আইন-২০১৮ অনুযায়ী ১,৫০,০০০.০০ (এক লক্ষ পঞ্চাশ হাজার) ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ১,৫০,০০০/- (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এছাড়াও বিপুল পরিমাণ নকল কসমেটিক্স পণ্য জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়েছে।
উক্ত মোবাইল কোর্টটি পরিচালনা করেন র্যাব ফোর্সেস সদর দপ্তর এর বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব আবু হাসান ও জনাব শাহ মোঃ জুবায়ের এবং প্রসিকিউটির হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই আঞ্চলিক কার্যালয় গাজীপুরের কর্মকর্তা প্রকৌ অর্ণব চক্রবর্ত্তী, ফিল্ড অফিসার (সিএম) ও প্রকৌ ফাহাদ হোসেন, ফিল্ড অফিসার (সিএম)। এছাড়াও র্যাব-১ এর ক্যাম্প কমান্ডার অভিযানে উপস্থিত ছিলেন।
সার্বিক সহায়তায় ছিলেন র্যাপিড একশন ব্যাটেলিয়ান (র্যাব) এর সদস্যবৃন্দ।
জনস্বার্থে এ ধরণের অভিযান চলমান থাকবে।