মনা নিজস্ব প্রতিনিধিঃ
অদ্য ২৪-০৭-২০২৫ খ্রি: তারিখে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্স এর কনফারেন্স রুমে গাজীপুর মহানগর এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত মতবিনিময় সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোঃ নাজমুল করিম খান, কমিশনার, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।
সভায় কমিশনার মহোদয় বলেন “গাজীপুর মহানগরের সার্বিক নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পুলিশের পাশাপাশি সকল নিরাপত্তা সংস্থার প্রচেষ্টা প্রয়োজন।”
উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব মোহাম্মদ জাহিদুল হাসান বিপিএম (সেবা) , বাংলাদেশ সেনাবাহিনী, জেলা প্রশাসন, গাজীপুর, বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও আনসার ও ভিডিপি এর গাজীপুর প্রতিনিধিবৃন্দ
এবং জিএমপি’র সকল উপ-পুলিশ কমিশনারসহ সকল থানার অফিসার ইনচার্জবৃন্দ।