মোঃ মুবিনুল ইসলাম, খাগড়াছড়ি জেলা প্রতিনিধিঃ
২২ আগস্ট (শুক্রবার) গুইমারা উপজেলা প্রশাসন ও মৎস্য অফিস কর্তৃক আয়োজিত জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উপলক্ষে “মৎস্য খাতে টেকসই উন্নয়নে তরুণদের ভাবনা” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব দীপন চাকমা, ফিল্ড অফিসার ম্রাসানাই মারমা, উপজেলা মৎস্যজীবী দল ও সমবায় সমিতির সভাপতি মোঃ নুর হোসেন, সাধারণ সম্পাদক মোঃ মুবিনুল ইসলাম, আত্ম যুব উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি মোঃ রাসেল শেখ এবং স্থানীয় তরুণ উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী ভাষণে দীপন চাকমা জাতীয় মৎস্য সপ্তাহের তাৎপর্য তুলে ধরে বলেন, “মৎস্য সম্পদ শুধু একটি খাদ্য উৎস নয়, এটি দেশের অর্থনীতি, পুষ্টি, কর্মসংস্থান ও পরিবেশ সংরক্ষণের একটি গুরুত্বপূর্ণ বাহন। তরুণ সমাজের ক্রিয়াশীল অংশগ্রহণ ছাড়া মৎস্যখাতের উন্নয়ন অসম্ভব।”
মতবিনিময় সভায় একাধিক গুরুত্বপূর্ণ দিক উঠে আসে, যেখানে আলোচিত হয় তরুণরা উদ্ভাবনী প্রযুক্তির মাধ্যমে যেমন বায়োফ্লক পদ্ধতি, রিসার্কুলেশন অ্যাকুয়াকালচার এবং স্মার্ট অ্যাকুয়াকালচার ব্যবহারে মৎস্য চাষকে আরও লাভজনক ও টেকসই করতে পারে। এছাড়াও তরুণদের উদ্যোক্তা মনোভাব গড়ে তোলার উৎসাহ দেওয়া হয়, যেন তারা মাছচাষকে শুধু একটি উৎপাদন ক্ষেত্র নয়, বরং সফল ব্যবসা হিসেবেও গড়ে তুলতে পারে।
গুইমারা উপজেলা মৎস্যজীবী দল ও গুইমারা উপজেলা মৎস্যজীবী সমবায় সমিতি'র সাধারন সম্পাদক মোঃ মুবিনুল ইসলাম বলেন, “তরুণরা প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে নিজস্ব খামার প্রতিষ্ঠান গড়ে তুলতে পারলে পুরো মৎস্য খাতের চেহারা পাল্টে যাবে।” এছাড়াও, তরুণ সমাজের সোশ্যাল মিডিয়ার প্রভাবকে কাজে লাগিয়ে নিরাপদ খাদ্য ও টেকসই উৎপাদনের বিষয়ে জনগণকে সচেতন করার জন্য অনুরোধ করন।"
গুইমারা উপজেলা থেকে এই উদ্যোগ টেকসই মৎস্যখাত গঠনে এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে। স্থানীয় প্রশাসন আশা প্রকাশ করেছে, আগামী দিনে আরও বেশি তরুণ দক্ষ এবং উদ্যমী প্রজন্ম গড়ে উঠবে, যারা দেশ ও এলাকার মৎস্য শিল্পকে নতুন উচ্চতায় পৌঁছে দেবে।
শেষে বক্তারা সবাইকে ধন্যবাদ জানান এবং মনে করিয়ে দেন, “মাছ চাষে সফলতা অর্জন করবে তরুণদের হাত ধরে এবং দেশের সার্বিক উন্নয়নে অবদান রাখবে।”