
মোঃ মুবিনুল ইসলাম, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি:
নামে উপজেলা গুইমারা, কিন্তু নেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফায়ার সার্ভিস স্টেশন। খাগড়াছড়ি জেলার জনবহুল ও গুরুত্বপূর্ণ এই উপজেলাটি এখনো মৌলিক স্বাস্থ্যসেবা ও নিরাপত্তা সুবিধা থেকে বঞ্চিত।
গত শুক্রবার (৩১ অক্টোবর ২০২৫) গুইমারাবাসী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করে এবং সরকারের প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায়। এর ধারাবাহিকতায় সোমবার (৩ নভেম্বর ২০২৫) দুপুরে খাগড়াছড়ি জেলা প্রশাসকের (ভারপ্রাপ্ত) দায়িত্বে থাকা স্থানীয় সরকার উপপরিচালক (উপসচিব) নাজমুন আরা সুলতানা এবং জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবেরের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন— খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. এন. আবছার, সহসভাপতি ক্ষেত্র মোহন রোয়াজা, শিক্ষক ও সমাজসেবক মো. ইউচুপ, শিক্ষক বাবলু হোসেন, স্থানীয় প্রতিনিধি অংগ্য মগ, মাহবুব আলী, গুইমারা প্রেসক্লাব সভাপতি সাংবাদিক আব্দুল আলী, সাইফুল ইসলাম, আলা উদ্দিন আরিফ, আরমান হোসেন, দিদারুল আলম বাবুল, জাহাঙ্গীর আলমসহ আরও অনেকে।
উপস্থিত ব্যক্তিরা জানান, ২০১৫ সালের ৩০ নভেম্বর গুইমারা উপজেলায় প্রশাসনিক কার্যক্রম শুরু হলেও এখনো স্থাপিত হয়নি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কিংবা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন। ফলে সাধারণ মানুষ চিকিৎসা সেবার জন্য দূরবর্তী জেলা সদর বা চট্টগ্রামে যেতে বাধ্য হচ্ছেন। সময়মতো চিকিৎসা না পাওয়ায় অনেক রোগী প্রাণ হারাচ্ছেন— বিশেষ করে গর্ভবতী নারী, শিশু, বৃদ্ধ ও দরিদ্র জনগোষ্ঠী সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন।
বর্তমানে গুইমারার ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রগুলোতে নেই পর্যাপ্ত ডাক্তার ও জনবল। ফলে প্রায় ৫৫ হাজার মানুষ স্থানীয় ফার্মেসির ওপর নির্ভরশীল হয়ে পড়েছেন। এতে ভুল চিকিৎসা ও অতিরিক্ত ওষুধ সেবনে বহু মানুষ স্থায়ী শারীরিক জটিলতা বা মৃত্যুর ঝুঁকিতে রয়েছেন।
অন্যদিকে, গুইমারা উপজেলার দ্রুত বর্ধনশীল জনসংখ্যা ও অবকাঠামোগত উন্নয়নের পরিপ্রেক্ষিতে একটি ফায়ার সার্ভিস স্টেশন প্রতিষ্ঠা এখন সময়ের দাবি। বর্তমানে অগ্নিকাণ্ড বা দুর্ঘটনা ঘটলে পার্শ্ববর্তী উপজেলা বা জেলা সদর থেকে সহায়তা নিতে হয়, যা সময়ক্ষেপণের কারণে বড় ধরনের ক্ষয়ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। ইতোমধ্যে বেশ কয়েকটি অগ্নিকাণ্ডে উপজেলার বহু মানুষ সর্বস্ব হারিয়েছেন।
গুইমারাবাসীর দাবি— অবিলম্বে “গুইমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স” এবং “ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন” স্থাপনের মাধ্যমে জনসাধারণের দীর্ঘদিনের ভোগান্তি লাঘব করতে সরকারের জরুরি উদ্যোগ নেওয়া প্রয়োজন।