জি,এম স্বপ্না,সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জ রায়গঞ্জ উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান গ্রাম পাঙ্গাসী ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকালে কলেজের হলরুমে বিদায়ী অনুষ্ঠানে এইচএসসি বিদায়ী পরীক্ষার্থীদের মাঝে প্রবেশপত্র,কলম স্কেল দেওয়া হয়। এ ছাড়াও বিদায়ী শিক্ষার্থীদের রজনীগন্ধা ফুলেরর স্টিকার দিয়ে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।
প্রতি বছরের ন্যায় এবারেও "গ্রাম পাঙ্গাসী ডিগ্রি কলেজে"র মোট ৯১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করবেন বলে জানা যায়।
বিদায় ও দোয়া অনুষ্ঠানের সভাপতিত্ব করেন,গ্রাম পাঙ্গাসী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুল হাকিম আকন্দ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,গ্রাম পাঙ্গাসী ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি জান্নাতুল মাওয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,গ্রাম পাঙ্গাসী ডিগ্রি কলেজের গভর্নিং বডির প্রতিষ্ঠাতা সদস্য- মোঃ শাহ আহমেদ গাউছেল রেজা ,দাতা সদস্য খাদিজা মোমেন,হিতৈষী সদস্য ওমর ফারুক, অভিভাবক সদস্য আব্দুস শুকুর মাহমুদ, সাইফুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি এস.এম. আব্দুল লতিফ,তানজিলা আক্তার, মাহাবুব আলম প্রমুখ।
সন্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কলেজের সহকারী অধ্যাপক শাহিনুল ইসলাম,জ্যেষ্ঠ প্রভাষক আবুল কাশেম ফেরদৌসী, জ্যেষ্ঠ প্রভাষক শরিফুল ইসলাম মানিক প্রমুখ ।
অনুষ্ঠান পরিচালনা করেন,কলেজের ইংরেজি প্রভাষক রফিকুল ইসলাম।
এ অনুষ্ঠানে অত্র ডিগ্রি কলেজের সকল অধ্যাপক,সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক, প্রভাষক, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী,অভিভাবক, সুধীজন,কলেজের সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দ সকল শিক্ষার্থীরা বিদায়ী অনুষ্ঠানে অংশগ্রহন করেন।
অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত করে সকল শিক্ষক শিক্ষিকা ও সকল বিদায়ী শিক্ষার্থীদের মিষ্টি বিতরন করা হয় ।