1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৩ যাত্রীর ট্রলিব্যাগ থেকে ৬০ লক্ষ টাকা বিদেশি সিগারেট ও মোবাইল ফোন উদ্ধার করেছে (এনএসআই) - নব দিগন্ত ২৪
সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ১২:১১ অপরাহ্ন
সর্বশেষ :
গ্রামে-শহরে ডিজিটাল ব্যাংকিংয়ের নতুন দিগন্ত -ইসলামী ব্যাংকের এম ক্যাশ সেবা এখন নতুন রূপে। জন্ম-মৃত্যু নিবন্ধনে বছরের সেরা ইউএনও আবুজর মো. ইজাজুল বিএনপির পার্টি অফিস ভাংচুর ও অগ্নিসংযোগের মামলায় গ্রেফতার-১ । ডিএমপিতে পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট বিষয়ক ট্রেনিং অব ট্রেনার্স (ToT) কোর্সের উদ্ধোধন। রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ৫ নেতাকে আটক করেছে ডিবি পুলিশ ঢাকা বগুড়ায় র‌্যাবের অভিযানে ফেন্সিডিলসহ দম্পতি গ্রেফতার বগুড়ায় খাল থেকে পরিত্যক্ত অবস্থায় গ্রেনেড উদ্ধার । সলঙ্গায় রোপা আমনের চারা বিক্রির ধুম ঢাকা জেলার দোহার থানা কর্তৃক দুর্ধর্ষ ডাকাত সর্দার রমজান ওরফে কালা এবং লালন গ্রেফতার। নারায়ণগঞ্জ জেলা পুলিশের নিশ্চিদ্র নিরাপত্তায় শুভ জন্মাষ্টমী ২০২৫ সম্পন্ন।

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৩ যাত্রীর ট্রলিব্যাগ থেকে ৬০ লক্ষ টাকা বিদেশি সিগারেট ও মোবাইল ফোন উদ্ধার করেছে (এনএসআই)

উৎসবের আলো
  • প্রকাশিত: শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ১২ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন প্রক্রিয়া শেষ করার পর তিন যাত্রীর ট্রলিব্যাগ তল্লাশি করে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট ও মোবাইল ফোন উদ্ধার করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও বিমানবন্দর কাস্টমস।

শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ফেরত তিন যাত্রীর লাগেজ তল্লাশি করে এসব অবৈধ পণ্য জব্দ করা হয়। অভিযানে নেতৃত্ব দেয় এনএসআই ও কাস্টমস টিম।

বিমানবন্দর কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানায়, অভিযুক্ত তিন যাত্রী হলেন—মোহাম্মদ শাহ্ আলম, আশরাফুল ইসলাম ও মো. আরফান। তিনজনেরই বাড়ি চট্টগ্রামে এবং তারা নিয়মিত ‘ব্যাগেজ পার্টি’র হয়ে মালামাল বহন করতেন বলে জানা গেছে।

তাদের ব্যাগ থেকে মোট ৫৭০ কার্টন বিদেশি ব্র্যান্ডের সিগারেট এবং ৩০টি উন্নতমানের মোবাইল ফোন জব্দ করা হয়। ফোনগুলোর মধ্যে রয়েছে আইফোন, গুগল পিক্সেল ও স্যামসাংসহ বিভিন্ন দামি মডেল। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ লাখ টাকা।

বর্তমান ব্যাগেজ বিধিমালা অনুযায়ী, একজন যাত্রী বছরে একবার একটি নতুন মোবাইল ফোন শুল্কমুক্তভাবে আনতে পারেন। প্রবাসীরা, যাদের বৈধ বিএমইটি কার্ড রয়েছে এবং যারা কমপক্ষে ছয় মাস বিদেশে ছিলেন, তারা বছরে দুটি মোবাইল আনতে পারেন শুল্কমুক্ত সুবিধায়। এছাড়া, একজন যাত্রী সর্বোচ্চ এক কার্টন সিগারেট আনতে পারেন বিনা শুল্কে।

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, অভিযুক্ত তিন যাত্রীর পাসপোর্ট নম্বর নথিভুক্ত করা হয়েছে এবং তাদের অর্থদণ্ড প্রদান করা হয়েছে। তবে তাদের সতর্ক করে এই যাত্রায় ছেড়ে দেওয়া হয়। ভবিষ্যতে এ ধরনের ঘটনায় কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট