মনা নিজস্ব প্রতিনিধিঃ
ঢাকা, ৭ সেপ্টেম্বর ২০২৫ (রবিবার): গতরাত আনুমানিক ১ টায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম জেলার বোয়ালখালী থানার শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়নের জৈষ্ঠপুরা এলাকায় জলদস্যুদের গোপন আস্তানায় সেনাবাহিনী নেতৃত্বে একটি যৌথ অভিযানে ২টি শটগান এবং ১৮ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়। জানা যায়, জলদস্যু চক্রটি কর্ণফুলী নদীতে মাদক চোরাচালান, সন্ত্রাস, চাঁদাবাজিসহ বিবিধ অপরাধের রাজত্ব কায়েম করার চেষ্টা করছিল। সম্পূর্ণ চক্রটিকে আটক করার জন্য গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।
সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশ সেনাবাহিনী দৃঢ় প্রতিজ্ঞ। যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা আইনশৃঙ্খলা বাহিনী নিকট প্রদানের জন্য সকলকে অনুরোধ জানানো যাচ্ছে।