মনা নিজস্ব প্রতিনিধিঃ
আজ ১৪ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্সে অবস্থিত সিএমপি ইনডোর স্পোর্টস কমপ্লেক্সে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো সিএমপি ব্যাডমিন্টন ২০২৫-এর ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএমপি'র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এবং অতিরিক্ত দায়িত্বে (অর্থ ও প্রশাসন) জনাব মোঃ হুমায়ুন কবির মহোদয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেডিএস গ্রুপের চীফ অপারেটিং অফিসার জনাব জাবির হুসাইন।
অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ খেলায় অংশগ্রহণকারী চ্যাম্পিয়ন ও রানার্স-আপ প্রতিযোগীদের মাঝে নগদ অর্থ ও সম্মাননাসূচক ক্রেস্ট বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন সিএমপি'র উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মুহাম্মদ ফয়সাল আহম্মেদ (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (এস্টেট এন্ড ডেভলপমেন্ট) জনাব মোঃ ফেরদৌস আলী চৌধুরী, বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত)সহ সিএমপি’র অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং খেলায় অংশগ্রহণকারী প্রতিযোগীগণ।