মনা নিজস্ব প্রতিনিধিঃ
অদ্য ০২/১২/২৫ ইং তারিখ আকবরশাহ থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফুর রহমান এর নেতৃত্বে মোতাবেক এসআই/ মোস্তাফিজুর রহমান সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে আকবরশাহ থানাধীন বিশ্বকলোনী আলহেরা মসজিদের পিছনে অভিযান পরিচালনা করে পাহাড় কাটার সময় কুখ্যাত ভূমিদস্যু ১। মোঃ বাচ্চু (৪০), পিতা-মোঃ আজাহার উদ্দিন, মাতা-মাছুমা বেগম, সাং-বিশ্ব কলোনী, আই-ব্লক, প্লট নং-৬০, আল হেরা মসজিদের পাশের গলি, বাচ্চু মিয়ার বাড়ী, থানা-আকবরশাহ, জেলা-চট্টগ্রাম, ২। মোঃ রাশেদ (২৫), পিতা-মোঃ আবদুল, মাতা-রাশেদা বেগম, সাং-কুশাখালী, আনিস মিয়ার বাড়ী, মদনা, থানা-চন্দ্রগঞ্জ, জেলা-লক্ষীপুর, বর্তমানে-বিশ্ব কলোনী, এন ব্লক, সফি ইনচার্জ এর ঘর, থানা-আকবরশাহ্, জেলা-চট্টগ্রামদ্বয় কে গ্রেফতার পুর্বক আকবর শাহ্ থানার মামলা নং- ৩ তাং- ০২/১২/২০২৫ ধারা- 12(1A) (a) ইমারত নির্মাণ আইন ১৯৫২ মূলে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।