মনা নিজস্ব প্রতিনিধিঃ
অদ্য ১৯/১০/২৫ ইং তারিখ আকবরশাহ থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফুর রহমান এর নেতৃত্বে এসআই/রিমন ঘোষ সঙ্গীয় এসআই সাজ্জাদ, এসআই শাহ আলাম সহ তথ্য প্রযুক্তির সহায়তায় আকবরশাহ থানার বিশ্বকলোনী এলাকায় অভিযান পরিচালনা করে আকবরশাহ থানার মামলা নং ২২, তারিখ- ১৯/১০/২৫, ধারা- ৩৮২/৪৫৭ পেনাল কোড এর তদন্তে সন্দিগ্ধ ০২ জন আসামী রফিকুল ইসলাম (২২) পিতা-কবির আহমেদ মাতা-সেনোয়ারা বেগম সাং-সেভেন মার্কেট পি ব্লক, ৯ নং ওয়ার্ড, থানা-আকবরশাহ জেলা-চট্রগ্রাম। স্থায়ী ঠিকানা- রূপনগর থানা – নাইক্ষ্যংছড়ি জেলা-বান্দরবান,
২। সাদেক হোসেন সুমন (৩৫) পিতা – নুডুলস আমিন জাহাঙ্গীর মাতা – আনোয়ারা বেগম সাং – সিরিয়া জামে মসজিদ সরদার বাড়ি থানা-আকবরশাহ জেলা-
চট্টগ্রামকে গ্রেফতার করা হয়। তাদের হেফাজত হতে চোরাইকৃত ০৩টি বিভিন্ন ব্রান্ডের স্মার্টফোন ও চুরি করার সময় আঘাতের জন্য ব্যবহৃত ১টি কালো রংয়ের টর্চলাইট উদ্ধার করা হয়। আসামীদ্বয়কে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।