মনা নিজস্ব প্রতিনিধিঃ
অদ্য ১৮/১২/২০২৫ ইং তারিখ কোতোয়ালী থানার এসআই এহছান মাহবুব ও এএসআই সোহেল আহমেদ সঙ্গীয় ফোর্সসহ কোতোয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করে অর্থ ঋণ জারী মামলা নং- ৪০৮/২৫ সংক্রান্তে ০৩(তিন) মাসের দেওয়ানী আটকাদেশপ্রাপ্ত সিআর সাজা ওয়ারেন্টভূক্ত আসামী মোঃ সালাহউদ্দিন, পিতা-মোঃ মুজিবুল হক, সাং-বার আউলিয়া রোড, রাজাখালী, কোতোয়ালী, চট্টগ্রাম'কে গ্রেফতার করেন। আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।